E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৩১ সংখ্যা / ১৮ মার্চ, ২০২২ / ৩ চৈত্র, ১৪২৮

প্রয়াত মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ


বিশেষ সংবাদদাতাঃ বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ গত ৯ মার্চ,২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রয়াত হয়েছেন। ১৯৪১সালে উত্তরপ্রদেশে একটি ভূস্বামী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তাঁর পরিবার পাকিস্তানে চলে যায়। মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাজীবন শেষ করার পর আইজাজ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বিগত দু’দশক ধরে ভারতেই তিনি বসবাস করতেন। নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়াতে অধ্যাপনা ও গবেষণার কাজে তিনি যুক্ত ছিলেন। সাহিত্য, ইতিহাস, দর্শন, রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতির বিস্তীর্ণ ক্ষেত্রে ছিল তাঁর অবাধ বিচরণ। একজন প্রকৃত মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে তিনি সামগ্রিকতার নিরিখে প্রতিটি বিষয়কে ব্যাখ্যা করতেন। মার্কসবাদের ওপর মতাদর্শগত আক্রমণকে প্রতিহত করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উত্তর গঠনবাদ ও উত্তর আধুনিকতাবাদের সমালোচনা করে তিনি দেখান যে, কীভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে এই তত্ত্বচর্চা পুঁজিবাদের স্বার্থসিদ্ধি করছে। সাহিত্যতত্ত্ব নিয়ে তাঁর বিচার-বিশ্লেষণ ‘‘ইন থিওরি’’ বইটিতে প্রকাশিত হয়েছে যা সারা বিশ্বে বিশেষভাবে সমাদৃত হয়েছে। বিশ্বায়ন ও পুঁজিবাদের তীব্র সমালোচক আইজাজ আহমেদ রচিত বিভিন্ন বই জ্ঞানচর্চার জগতে বিশিষ্ট স্থান অধিকার করেছে। আমাদের দেশে ফ্রন্টলাইন, সোশ্যাল সায়েন্টিস্ট,দ্য মার্কসিস্ট পত্রিকায় তাঁর মননশীল প্রবন্ধগুলি পাঠকদের ঋদ্ধ করেছে।

আইজাজ আহমেদ এমন এক সময়ের ফসল যখন এশিয়া ও আফ্রিকায় ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম নতুন জাতি রাষ্ট্রের জন্ম দিচ্ছিল। তিনি এই সমস্ত মুক্তিসংগ্রামগুলির সাথে একাত্মতা অনুভব করতেন। তাঁর লেখায় শ্রেণি ও লিঙ্গ বৈষম্য এবং জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ধ্বনিত হয়েছে। সমসাময়িক বিষয়গুলির ক্ষেত্রে তিনি সবসময় বলিষ্ঠ অবস্থান গ্রহণ করতেন। তাঁর ক্ষুরধার বিশ্লেষণ এবং বৈপ্লবিক চিন্তার গভীরতা বিশ্বজুড়ে সমাজবদলের সংগ্রামকে পুষ্ট করেছে। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের সংগ্রামী মানুষ তাঁদের এক একনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল।