৫৮ বর্ষ ৬ষ্ঠ সংখ্যা / ১৮ সেপ্টেম্বর ২০২০ / ১ আশ্বিন ১৪২৭
দিল্লি দাঙ্গার অতিরিক্ত চার্জশিটে সীতারাম ইয়েচুরি সহ বুদ্ধিজীবীদের নাম জড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যজুড়ে
প্রতিবাদ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।
নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই (এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের দিল্লি দাঙ্গার সাথে জড়িয়ে সাজানো মামলা দায়ের করার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এরাজ্যেও প্রতিবাদ-কর্মসূচি সংগঠিত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিআই (এম)’র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই ষড়যন্ত্র ও আক্রমণের বিরুদ্ধে সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি ও ব্যক্তিকে প্রতিবাদে সরব হতে আহ্বান জানিয়েছেন। ১২ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভয়াবহ দাঙ্গার ঘটনার তদন্তের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ সম্পূর্ণ অবৈধভাবে বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজকর্মী, চিকিৎসক, অধ্যাপক, দাঙ্গায় আক্রান্ত মানুষের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করছে, কোনও আইনসম্মত পদ্ধতিই অবলম্বন করা হচ্ছে না। এখন এই মামলার অতিরিক্ত চার্জশিটে সিপিআই (এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অধ্যাপক অপূর্বানন্দ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল, রায়ের নামে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণ বিকৃত করে রাজনৈতিক প্রভুদের নির্দেশে মনগড়া এই অভিযোগ দায়ের করা হয়েছে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে অংশ নেওয়াকেই ‘দাঙ্গায় প্ররোচনা’ ও ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করা হয়েছে। আশঙ্কা করার কারণও আছে, আরও বড়ো চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে। বিরোধিতার সমস্ত কণ্ঠস্বরকে দমন করতে কেন্দ্রের সরকার তৎপর। ফ্যাসিস্তসুলভ পদক্ষেপ নিয়ে তারা গণতন্ত্রকে আক্রমণ করতে চাইছে।
১৩ সেপ্টেম্বর হাওড়ায় এক কর্মসূচিতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভয় দেখিয়ে, আক্রমণ করে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি এবং থাকবো। সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিবাদ সংগঠিত করবো।
সিপিআই (এম)-র পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম এদিন এক বার্তায় বলেছেন, কমিউনিস্টরা ব্রিটিশদের ষড়যন্ত্র মামলায় ভয় পেয়ে দমে যায়নি। আজকে ব্রিটিশদের দালাল সাভারকরদের দল ক্ষমতায় বসেছে, তাদের মিথ্যা মামলায় ভয় পেতে যাবে কেন? আমরা ব্রিটিশদের লাহোর, কানপুর, আলিপুর ষড়যন্ত্র মামলায় ভয় পাইনি। এরাজ্যে তৃণমূল সরকার প্রায় দশ বছর ধরে মিথ্যা মামলায় নেতা থেকে কর্মীদের জেলে পুরেছে। তাতেও আমাদের দমাতে পারেনি। এখন অমিত শাহ’র নির্দেশে দিল্লি পুলিশ মামলা সাজিয়েও কমিউনিস্টদের দমন করতে পারবে না।
এদিকে দিল্লির হিংসার ঘটনায় অতিরিক্ত চার্জশিটে সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্ট ব্যক্তিদের নাম জড়িয়ে দেবার বিরুদ্ধে কলকাতা সহ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ - সর্বত্রই প্রতিবাদের ঝড় উঠেছে। ১৩ সেপ্টেম্বর হাওড়ায় সিপিআই (এম)’র জেলা দপ্তর অনিল বিশ্বাস ভবন থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক প্রতিবাদ মিছিল থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে। এই মিছিলে অংশ নিয়েছেন পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পার্টিনেতা শ্রীদীপ ভট্টাচার্য, দীপক দাশগুপ্ত, বিপ্লব মজুমদার প্রমুখ।
এছাড়াও এদিন হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা সহ শিলিগুড়ি শহরে, প্রতিবাদ মিছিল, পথসভা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে।
ট্রেড ইউনিয়নগুলির প্রতিবাদ
১৩ সেপ্টেম্বর সিআইটিইউ সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ১২ই জুলাই কমিটি, ব্যাঙ্ক, বিমা, বিএসএনএল কর্মী ইউনিয়নের এক যৌথ সভা থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদে গণতন্ত্রপ্রিয় সমস্ত অংশের মানুষকে শামিল হতে আহ্বান জানানো হয়েছে। এদিনের সভায় সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি’ ইউটিঁইউসি, টিইউসিসি, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, ১২ই জুলাই কমিটি, ব্যাঙ্ক কর্মচারি সংগঠন, বিএসএনএফ কর্মচারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।