E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৬ষ্ঠ সংখ্যা / ১৮ সেপ্টেম্বর ২০২০ / ১ আশ্বিন ১৪২৭

শিক্ষা ও কাজের দাবিতে ছাত্র-যুব’র দৃপ্ত সমাবেশে মুখর পাহাড় থেকে সাগর


কলকাতায় দাবি দিবসে ৮টি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের ডাকে বিভিন্ন দাবিতে মিছিল।

নিজস্ব সংবাদদাতাঃ সব বেকারদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে, শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করে সব ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে হবে, এবং শিক্ষার কেন্দ্রীকরণ-বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণের স্বার্থে আনা নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিল করা সহ অন্যান্য দাবিতে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গ থেকে কলকাতায় পথে নামলেন প্রতিবাদমুখর ছাত্র-যুবরা। ১৫ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্য জুড়ে শিক্ষা ও কাজের অধিকারের ওপরে কেন্দ্র ও রাজ্য সরকারের ক্রমাগত আক্রমণ এবং সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টা তাঁরা রুখবেন যেকোনও মূল্যে - পথে নেমে ‘দাবি দিবস’ পালন করে বাংলার যৌবন সেটাই সোচ্চারে জানান দিলেন। এদিন ‘কলকাতার কাউন্টার অ্যাটাক’ লেখা ফেস্টুন হাতে ধরে ছাত্র-যুবদের সুবিশাল জমায়েতের উত্তাল ঢেউয়ে প্লাবিত হলো কলকাতা এবং বাংলার রাজপথ থেকে জেলা সদর। সুসজ্জিত পোস্টার ব্যানার এবং তীক্ষ্ণ ব্যাঙ্গাত্মক স্লোগান লেখা ছাতা হাতে এদিন কাজ হারানো আর শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে একরোখা ছাত্র যুবরা আন্দোলনের পথেই প্রত্যাঘাতে শামিল হলেন। সোচ্চারে জানিয়ে দিলেন মুখ বুজে মেনে নেওয়া হবে না। ইমাম ভাতা কিংবা পুরোহিত ভাতার সাম্প্রদায়িক ভাঁওতায় ভোলানো নয়, জাত ধর্ম না দেখে ‘নিউ নর্মালে তোলো আওয়াজ/ সবার শিক্ষা সবার কাজ’ এই স্লোগান তুলে এদিন জেলায় জেলায় বামপন্থী ছাত্র-যুবরা প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছেন।

ছাত্র -যুবদের প্রতিবাদ মিছিল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।
সবার কাজ ও শিক্ষার দাবিতে ইসলামপুরে ছাত্র-যুবদের মিছিল।
কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত রঙিন প্রতিবাদী মিছিল বের করেন এসএফআই, ডিওয়াইএফআই, এআইএসএফ, এআইওয়াইএফ, এআইএসবি, এআইওয়াইএল, পিএসইউ এবং আরওয়াইএফ এই ৮টি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের কর্মীরা। বেকার অথবা সদ্য ছাঁটাইয়ে কাজ হারানো যুবক-যুবতী, কর্মক্ষেত্রে চরম অনিশ্চয়তায় থাকা যুবক-যুবতীদের সঙ্গে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিলে শামিল হয়ে দাবি করেছেন, বেকার ভাতা দাও, ছাঁটাই বন্ধে সরকারি নির্দেশ দাও, শূন্যপদে নিয়োগ করো, শিক্ষার ফি কমাও, শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করে শিক্ষার অধিকার এবং শিক্ষান্তে কাজের সুযোগ নিশ্চিত করো। মহামারী পরিস্থিতির সুযোগে কাজ এবং শিক্ষার ওপরে আঘাত করে সরকার যেভাবে কর্পোরেট স্বার্থ পূরণ করতে চাইছে তার তীব্র প্রতিবাদ করা হয় এদিন। লকডাউনে কাজ হারানো মানুষের, অনলাইন শিক্ষার নামে ডিজিটাল ডিভাইডে বঞ্চিত ছাত্র-ছাত্রী আর তাদের অভিভাবকদের সমর্থনও পেয়েছে এই বিক্ষোভ মিছিল। মিছিল শেষে এদিন কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ সভাও করেছেন বামপন্থী ছাত্র-যুবরা। এসএফআই’র সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, ডিওয়াইএফআই’র রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বামপন্থী ছাত্র-যুব নেতৃবৃন্দ ভাষণও দিয়েছেন। সেই সঙ্গে প্রতিবাদীদের কণ্ঠরোধের চেষ্টা কিংবা মানুষকে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা হলে ছাত্র-যুবরা যে চুপ করে বসে থাকবে না সেই হুঁশিয়ারিও দিয়েছে জমায়েত। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের অন্যান্য অঞ্চলেও ছাত্র-যুবরা এভাবেই পথে নেমেছে অধিকার বুঝে নেবার লড়াইতে।
তমলুকে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে মিছিলে শামিল ছাত্র-যুবরা।
ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল সিউড়িতে।