E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৭ সংখ্যা / ১৯ ফেব্রুয়ারি, ২০২১ / ৬ ফাল্গুন, ১৪২৭

হিমাচল প্রদেশ

স্থানীয় স্বশাসিত সংস্থাসমূহের নির্বাচনে ভালো ফল করল সিপিআই(এম)


নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশের শহর ও গ্রামাঞ্চলের স্হানীয় স্বশাসিত সংস্থাসমূহের নির্বাচনে ভালো ফল করল সিপিআই(এম) সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনে পার্টি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। সিপিআই(এম) সমর্থিত প্রার্থীরা ত্রিস্তর পঞ্চায়েতে ১২টি জেলা পরিষদ সদস্য পদে, ২৫টি পঞ্চায়েত সমিতি সদস্য পদে, ২৮টি পঞ্চায়েত প্রধান পদে, ৩০টি সহপ্রধান পদে এবং শহরে ২৪২টি ওয়ার্ড সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সিপিআই(এম)’র জয়ী প্রার্থীদের এই আসনগুলি সারা রাজ্যে ছড়িয়ে আছে।গতবারের তুলনায় এবারে সিপিআই(এম)’র ফল ভালো হয়েছে। বহু আসনে পার্টির প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন এবং ভালো ভোট পেয়েছেন। হিমাচলপ্রদেশে এই নির্বাচন হয় গত ১৭,১৯ এবং ২১ জানুয়ারি। নির্বাচনের ফল প্রকাশ হয় ২২ জানুয়ারি। এই রাজ্যের জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ থাকেন গ্রামে। তবে এই নির্বাচন উপজাতি এলাকা লাহুল-স্পিতি এবং চম্বা জেলায় হয়নি।

গত নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন স্তরে সিপিআই(এম)’র জয়ী প্রার্থীদের গত পাঁচবছরে সক্রিয়তা এবং উন্নয়নমূলক কাজকর্মে তাঁদের অংশগ্রহণ সাধারণ মানুষদের মধ্যে পার্টির প্রতি আস্থা বৃদ্ধি করেছে।এছাড়াও কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি বিষয়ে পার্টির নেতৃত্বে গ্রামাঞ্চলে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম সংগঠিত হয়েছে। পঞ্চায়েতে, বিশেষকরে এমএনরেগা প্রকল্পে হিমাচল প্রদেশে ব্যাপক দুর্নীতি হয়। গ্রামের মানুষ দেখেছেন,খুব স্বল্প পরিসরে হলেও সিপিআই(এম)’র নির্বাচিত প্রার্থীরা রেগা’র কাজকর্ম সুষ্ঠু ও সততার সাথে সম্পন্ন করেছে। একইসাথে যেখানেই রেগা’য় দুর্নীতির ঘটনা ঘটেছে, সেখানেই সিপিআই(এম)’র নেতৃত্বে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে জনগণের মধ্যে পার্টি সম্পর্কে একটা ইতিবাচক ধারণা গড়ে উঠেছে। তাঁরা মনে করেছেন, সিপিআই(এম)’র কর্মী-নেতারা সৎ এবং এরাই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকে দূর্নীতিমুক্ত করতে পারবে। এই লক্ষ্যেই তাঁরা পার্টি সমর্থিত প্রার্থীদের ভালো সংখ্যায় নির্বাচিত করেছেন।

নির্বাচনের তিন মাস আগে থেকেই পার্টি প্রস্তুতি শুরু করে। যেসব জায়গায় পার্টি ও গণসংগঠনগুলির সাংগঠনিক শক্তি রয়েছে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথে পার্টির প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। স্হানীয় বিষয়গুলির সঙ্গে কৃষি, বেকারত্ব, স্বাস্হ্য এবং শিক্ষার মতো ইস্যুগুলিও নির্বাচনী প্রচারে তুলে ধরে পার্টি।