৫৭ বর্ষ ৪১ ও ৪২ সংখ্যা / ১৯ জুন ২০২০ / ৪ আষাঢ় ১৪২৭
লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি শান্ত করা প্রয়োজন
সিপিআই(এম) পলিট ব্যুরো
লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অঞ্চলে সংঘর্ষ সম্পর্কে সিপিআই(এম) পলিট ব্যুরো গত ১৬ জুন মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যখন আলোচনা প্রক্রিয়া চলছিল, তার মাঝেই গালওয়াল উপত্যকায় যে সংঘর্ষ ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া নিয়ে দুই দেশের উচ্চ সামরিক স্তরে ৬জুন আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনার পর এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষেরই হতাহত হয়েছে বলে জানানো হয়েছে।
এক অফিসারসহ দুই ভারতীয় সেনার মৃত্যুতে পলিট ব্যুরো গভীর শোকপ্রকাশ করেছে।
ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে দুই পক্ষের সামরিক অফিসারগণ সম্প্রতি ওই অঞ্চলে আলোচনা চালাচ্ছিলেন। ওই অঞ্চলে শান্তি যাতে বজায় থাকে তা অবশ্যই সুনিশ্চিত করা প্রয়োজন।
ভারত সরকারের অবশ্যই সরকারি বিবৃতি দিয়ে জানানো প্রয়োজন, ওই অঞ্চলে বাস্তবে কি ঘটেছে। দুই সরকারেরই অবশ্য কর্তব্য হলো পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরিভিত্তিতে উচ্চস্তরে আলোচনা শুরু করা এবং সীমান্তে শান্তি এবং নিরুত্তেজনা বজায় রাখতে দুই পক্ষের ঐকমত্য বোঝাপড়ার ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া।