৫৮ বর্ষ ৩১ সংখ্যা / ১৯ মার্চ, ২০২১ / ৫ চৈত্র, ১৪২৭
আইএসএফ’র ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষিত
নিজস্ব প্রতিনিধিঃ এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৬টি আসনের তালিকা এবং ২০টি আসনে নিজেদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। সংগঠনের পক্ষে পীরজাদা আব্বাস সিদ্দিকি জানিয়েছেন, বামফ্রন্টের সঙ্গে আলোচনা করে আমরা ৩০টি আসন নিয়েছিলাম আইএসএফ’এর প্রতিদ্বন্দ্বিতার জন্য। কিন্তু তার থেকে ৪টে তাদের ফেরত দিয়েছি। কারণ, আমরা সমীক্ষা করে দেখেছি ঐ আসনগুলিতে আমাদের সমর্থনে বামফ্রন্ট প্রার্থীরা লড়াই করলে জয়ের সম্ভাবনা আরও বেশি। আমরা চাই সংযুক্ত মোর্চার সব প্রার্থীই জয়লাভ করুন। তাই বৃহৎ স্বার্থে এই পদক্ষেপ নিয়েছি। তিনি আরও জানিয়েছেন, এই ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও উত্তরবঙ্গে কিছু আসনে এবং দক্ষিণবঙ্গে মগরাহাট, দেগঙ্গা সহ কয়েকটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।
যে ২০টি আসনে সংযুক্ত মোর্চার পক্ষে প্রতিদ্বন্দ্বিতার জন্য আইএসএফ প্রার্থীদের নাম আব্বাস সিদ্দিকি ঘোষণা করেছেন সেগুলি হলো - রাইপুর (এসটি) কেন্দ্রে মিলন মান্ডি, মহিষাদল কেন্দ্রে বিক্রম চ্যাটার্জি, চন্দ্রকোনা (এসসি) কেন্দ্রে গৌরাঙ্গ দাস, কুলপি কেন্দ্রে সিরাজউদ্দিন গাজি, মন্দিরবাজার (এসসি) কেন্দ্রে ড. সঞ্চয় সরকার, জগৎবল্লভপুর কেন্দ্রে অ্যাডভোকেট সেখ সাব্বির আহমেদ, হরিপাল কেন্দ্রে সিমল সোরেন, খানাকুল কেন্দ্রে ফাইসাল খান, মেটিয়াবুরুজ কেন্দ্রে নুরুজ্জামান, পাঁচলা কেন্দ্রে মহম্মদ আবদুল জলিল, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আব্বাসউদ্দিন খান, রানাঘাট উত্তর-পূর্ব (এসসি) কেন্দ্রে দীনেশচন্দ্র বিশ্বাস, কৃষ্ণগঞ্জ (এসসি) কেন্দ্রে অনুপ মণ্ডল, বসিরহাট উত্তর কেন্দ্রে পীরজাদা বাইজিদ আমিন, সন্দেশখালি (এসটি) কেন্দ্রে বরুণ মাহাতো, চাপড়া কেন্দ্রে কাঞ্চন মৈত্র, অশোকনগর কেন্দ্রে তাপস চক্রবর্তী, আমডাঙা কেন্দ্রে জামালউদ্দিন, আসানসোল উত্তর কেন্দ্রে মহম্মদ মোস্তাকিম এবং এন্টালি কেন্দ্রে অধ্যাপক ড. মহম্মদ ইকবাল আলম। এছাড়াও ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, ভাঙড়, মধ্যমগ্রাম, হাড়োয়া এবং ময়ূরেশ্বর কেন্দ্রে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে আব্বাস সিদ্দিকি জানিয়েছেন।
বামফ্রন্টের ১১ প্রার্থীর তালিকাঃ ধূপগুড়ি (তফঃ) ডঃ প্রদীপ কুমার রায় সিপিআই(এম), ময়নাগুড়ি (তফঃ) নরেশচন্দ্র রায়-আরএসপি, দার্জিলিঙ গৌতমরাজ রাই সিপিআই(এম), কার্শিয়াং উত্তম শর্মা সিপিআই(এম), সামশেরগঞ্জ মোদাস্সার হোসেন সিপিআই(এম), শান্তিপুর এই আসনে সিপিআই(এম) প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থীর নাম পরে জানানো হবে। হরিণঘাটা (তফঃ) অলকেশ দাস সিপিআই(এম), বনগাঁ উত্তর (তফঃ) পীযূষকান্তি সাহা সিপিআই(এম), বনগাঁ দক্ষিণ (তফঃ) তাপসকুমার বিশ্বাস সিপিআই(এম), ঘোষিত প্রার্থী অসুস্থতার জন্য অব্যাহতি চান। উলুবেড়িয়া উত্তর (তফঃ) অশোক দলুই সিপিআই(এম), মন্তেশ্বর অনুপম ঘোষ সিপিআই(এম)।