৫৯ বর্ষ ১৪ সংখ্যা / ১৯ নভেম্বর, ২০২১ / ১ অগ্রহায়ণ, ১৪২৮
বিএসএফ’র এক্তিয়ার বৃদ্ধি সম্পর্কে বামফ্রন্টের চিঠি মুখ্যমন্ত্রীকে
নিজস্ব প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় বিএসএফ’র এক্তিয়ারে এলাকা বৃদ্ধির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে রাজ্য বামফ্রন্ট। এই চিঠিতে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিধিবদ্ধ প্রতিবাদ জানানোর কথা উল্লেখ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর রাজ্য বামফ্রন্টের এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সীমান্ত এলাকায় রাজ্যের অভ্যন্তরে বিএসএফ’র এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সীমান্তসংলগ্ন জেলাগুলিতে জেলা বামফ্রন্টের উদ্যোগে জনগণের স্বাক্ষর সংগ্রহ করে প্রচার আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত হয়। সভার পরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-স্বাক্ষরিত চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়।
বামফ্রন্টের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আজ পশ্চিমবঙ্গ বামফ্রন্ট কমিটির সভায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিএসএফ’র কর্তৃত্বে ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ঘোষণাকে তীব্রভাবে প্রতিবাদ করা হয়। উল্লেখ থাকে যে, এ ধরনের কোনো ঘোষণা করার আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করতে হয়। সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটাই বিধান। রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশি ব্যবস্থা সংবিধান নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপর বর্তায়। সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নস্যাৎ করে কেন্দ্রীয় সরকার এ ধরনের ঘোষণা করতে পারে না। সীমান্ত এলাকার ৫০ কিলোমিটার বিএসএফ’র এক্তিয়ারে চলে গেলে ওইসব এলাকার লক্ষ লক্ষ জনগণের স্বাভাবিক জীবনযাত্রার পক্ষে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে।
কেন্দ্রীয় সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে অবশ্যই কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আপনার কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোবিরোধী এই সিদ্ধান্তের বিধিবদ্ধভাবে প্রতিবাদ করা হোক। আশা করি, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর স্বার্থে এবং সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বার্থে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
এদিন বামফ্রন্টের সভায় পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে চলা আন্দোলনের পর্যালোচনা করা হয়। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রচার আন্দোলনের জন্য রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে একটি লিফলেট তৈরি করে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে।
বামফ্রন্টের সভায় পৌর নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। কলকাতা ও হাওড়ায় পৌর নির্বাচনের লড়াই করার জন্য জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেবার কথা বলা হয়েছে এবং মানুষের মধ্যে নির্বাচনী প্রচার কর্মসূচি সংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া ভোটার তালিকা সংশোধনের বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে।
বামফ্রন্ট নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন, তৃণমূল বুথে বুথে হাজার হাজার ভুয়ো নাম অন্তর্ভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম জমা দিচ্ছে। কোনো কোনো জায়গায় বিজেপি’ও একাজে তৎপর রয়েছে। বামফ্রন্ট কর্মীদের ভোটার তালিকা স্ক্রুটিনি করতেই হবে। মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য প্রয়োজন হলে সেই সমস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে সম্ভবপর ক্ষেত্রে পরিবারের সদস্যদের নিয়ে ডেথ সার্টিফিকেট সহ সাত নম্বর ফরম পূরণ করে জমা দিতে হবে। ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া এবং ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।