৫৯ বর্ষ ২ সংখ্যা / ২০ আগস্ট, ২০২১ / ৩ ভাদ্র, ১৪২৮
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত স্বাধীনতার ৭৫তম দিবস
:: ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন
পার্টির কেন্দ্রীয় দপ্তর দিল্লির এ কে জি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করছেন হান্নান মোল্লা, রয়েছেন তপন সেন সহ নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদদাতাঃ ১৫ আগস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলি দেশ ও দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার শপথ গ্রহণ করে। এদিন দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ইত্যাদির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। দিল্লিতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে জি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লা। উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য তপন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পার্টি কর্মীরা।
সারা দেশের সাথে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গেও বামফ্রন্ট এবং সিপিআই(এম)’র আহ্বানে সর্বত্র স্বাধীনতার ৭৫তম দিবসটি উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে এদিন শপথবাক্য পাঠ, মানব বন্ধন, রক্তদান শিবির, আলোচনাসভা, কৃতি সংবর্ধনা, দুঃস্থদের সাহায্য ইত্যাদি নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
:: ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন
কলকাতায় রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করছেন বিমান বসু।
রয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য এবং রবীন দেব।
সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির পলিট ব্যুরো সদস্য এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই সময়ে গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত। সেইসঙ্গে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি এবং মানুষের ঐক্য ও সম্প্রীতি রক্ষার শপথ ধ্বনিত হয়েছে। উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম, মৃদুল দে, শ্রীদীপ ভট্টাচার্য, রবীন দেব, সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, মিনতি ঘোষ, কল্লোল মজুমদার প্রমুখ।
পতাকা উত্তোলনের পরে বিমান বসু’র নেতৃত্বে শপথবাক্য পাঠ করা হয় - ‘‘ভারত একটি বহু ভাষা, বহু জাতি, বিভিন্ন বর্ণ ও ধর্মের মিলন ভূমি। আজ ১৫ আগস্ট ২০২১। আমাদের দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে আমি ভারতবাসী হিসাবে শপথ গ্রহণ করছি যে, মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের সংবিধানের মর্মবস্তুকে সুরক্ষিত করতে এবং বিভিন্ন জাতি, ভাষা, সম্প্রদায়ের ঐক্য সংহতি প্রতিষ্ঠা করে জনগণের অর্জিত অধিকার রক্ষার লড়াই সংগ্রামে যে কোনো ধরনের আত্মত্যাগ করতে প্রস্তুত থাকব।’’
এদিন কলকাতা সহ জেলায় জেলায় ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন করেছেন বামপন্থীরা। সিপিআই(এম) কলকাতা জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে সকাল সাড়ে এগারোটায় জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার। শপথ বাক্য পাঠ করান মানব মুখার্জি।
দুপুর দু’টোয় রেড রোড সংলগ্ন বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদ্যাপনের কর্মসূচি নেওয়া হয়েছিল। কোভিড সংক্রমণের জন্য স্বাস্থ্যবিধি মেনেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ। এখানে শপথবাক্য পাঠ, সভা এবং প্ল্যাকার্ড প্রদর্শিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন, বামপন্থীদের লড়াই মানুষের অধিকার রক্ষার জন্য, সমানাধিকার ও শোষণহীন সমাজব্যবস্থার জন্য। বর্তমানে দেশ এমন এক সন্ধিক্ষণে রয়েছে যখন দেশের শাসন ক্ষমতায় রয়েছে স্বৈরাচারী বিজেপি নেতৃত্বাধীন সরকার। মানুষের সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণতন্ত্রকে রক্ষার লড়াইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বামপন্থীদের।
সভায় সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের উজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে বলেন, বিট্রিশ সাম্রাজ্যবাদের শোষণ, অত্যাচার, স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধারায় আন্দোলন গড়ে উঠেছিল। শুরু থেকেই স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টরা অংশ নিয়েছিলেন। কমিউনিস্টরাই প্রথমে পূর্ণস্বরাজের দাবি তুলেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অত্যাচার, নিপীড়ন, হাজতবাদের অজস্র নজির রয়েছে কমিউনিস্টদের। যারা ব্রিটিশদের তাঁবেদারি করেছে, মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করে ব্রিটিশদের সহযোগিতা করেছে, তারাই এখন দেশের শাসন ক্ষমতায় বসে মেকি জাতীয়তাবাদের জিগির তুলে মানুষকে বিভ্রান্ত করছে। এর বিপরীতে দাঁড়িয়ে বিকৃত ইতিহাসের বিরুদ্ধে সঠিক ইতিহাস তুলে ধরতেই হবে। স্বাধীনতা সংগ্রামীরা দেশবাসীর জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা এখনও পূরণ হয়নি। সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা হয়নি। তাই মানুষের ঐক্য গড়ে লড়াই সংগ্রামকে আরও জোরালো করার শপথ নিতে হবে আমাদের।
সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি নেতা দেবাশিস মুখার্জি, ফরওয়ার্ড ব্লক নেতা জীবন সাহা, বলশেভিক পার্টির নেতা প্রবীর ঘোষ, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক নেতা আশিস চক্রবর্তী প্রমুখ। উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, রামচন্দ্র ডোম সহ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।
এদিন কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় পার্টি ও বামফ্রন্টের ডাকে স্বাধীনতা দিবস উদ্যাপন এবং সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার শপথ নেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া, বাদুড়িয়া, স্বরূপনগর, বারাসত, বরানগর, বারাকপুর সহ জেলার সর্বত্র পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ডিওয়াইএফআই বাদুড়িয়া-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে রক্তদান ও চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়া নিউটাউন, বিধাননগর, রাজারহাট, উত্তর দমদম, নিউ বারাকপুর, দমদম, দক্ষিণ দমদম অঞ্চলে মানববন্ধন হয়েছে।
বারুইপুরে পার্টির দক্ষিণ ২৪ পরগনা জেলা দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। শপথবাক্য পাঠ করান জেলা সম্পাদক শমীক লাহিড়ী। এদিন পার্টির জেলা দপ্তর ছাড়াও পার্টির সমস্ত এরিয়া কমিটির দপ্তর ও শাখা দপ্তরগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
স্বাধীনতার ৭৫তম দিবস উপলক্ষে ১৫ আগস্ট পার্টির হাওড়া জেলা কমিটির দপ্তর, ২৬টি এরিয়া কমিটির দপ্তরসহ সমস্ত শাখা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পার্টির জেলা কমিটির দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক বিপ্লব মজুমদার। এদিন পতাকা উত্তোলনের পর সর্বত্র পার্টি কর্মীরা সংবিধান রক্ষার শপথ নেন। বিকেলে পার্টির জেলা দপ্তরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন বিপ্লব মজুমদার ও সমর কুণ্ডু।
এদিন নদীয়া জেলায় পার্টির প্রতিটি শাখা ও এরিয়া দপ্তরে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। কৃষ্ণনগরে সদর হাসপাতাল মোড়ে বামফ্রন্টের আহ্বানে সভায় বক্তব্য রাখেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সুমিত দে সহ শঙ্কর সরকার, এস এম সাদী প্রমুখ।
হুগলি জেলায় সিপিআই(এম)’র উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও মানব বন্ধন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পার্টির উদ্যোগে স্বাধীনতার ৭৫তম দিবস পালন করা হয়। জেলা অফিসে পতাকা উত্তোলন করেন পার্টির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ।
এদিন পূর্ব মেদিনীপুরে বামফ্রন্টের উদ্যোগে সুকুমার সেনগুপ্ত ভবনে ও নিমতৌড়ি মোড়ে জাতীয় পতাকা উত্তোলন ও দেশের সংবিধান, গণতন্ত্র রক্ষায় শপথ বাক্য পাঠ করা হয়। উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, প্রশান্ত প্রধান, অমৃত মাইতি, গৌতম পন্ডা প্রমুখ বামফ্রন্ট নেতৃবৃন্দ। পার্টির প্রতিটি এরিয়া কমিটির দপ্তরেও দিনটি পালিত হয়েছে।
মেদিনীপুর শহরে পার্টির জেলা দপ্তরে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক তরুণ রায়। মহুয়াচকে বামফ্রন্টের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। মেদিনীপুর শহরে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান সহ প্রতিটি ব্লক ও অঞ্চলে দিনটি পালিত হয়েছে।