E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪০ সংখ্যা / ২০ মে, ২০২২ / ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯

লাগামহীন মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে ৫ বামপন্থী দলের ডাকে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি


নিজস্ব সংবাদদাতাঃ লাগামহীন মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চলেছে বামপন্থী দলগুলি। এই লক্ষ্যে আগামী ২৫ থেকে ৩১ মে দেশজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে পাঁচটি বামপন্থী দল।

১৪ মে এক বিবৃতিতে সিপিআই (এম), সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই (এমএল) লিবারেশন-এর পক্ষ থেকে বলা হয়েছে, লাগামহীনভাবে অবিরাম বেড়ে চলা মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর নজিরবিহীন বোঝা চাপছে। কোটি কোটি মানুষ যন্ত্রণা ভোগ করছে, তারা গভীর দারিদ্র্যে নিমজ্জিত হচ্ছে, অনাহার বাড়ছে। নজিরবিহীন এবং ক্রমবর্ধমান বেকারির সঙ্গে মূল্যবৃদ্ধির এই বোঝা জনগণের জীবনযন্ত্রণাকে আরও অসহনীয় করে তুলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত এক বছর ধরে পেট্রোপণ্যের দাম ৭০ শতাংশ বৃদ্ধি হয়েছে। সবজির দাম বেড়েছে ২০ শতাংশ, ভোজ্য তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ এবং দানাশস্যের দাম বেড়েছে ৮ শতাংশ। কোটি কোটি ভারতবাসীর প্রধান খাদ্য গমের দাম বেড়েছে ১৪ শতাংশ, যা কেনার অসাধ্য হয়ে উঠছে। গমের সংগ্রহ কমে গেছে। গত বছরের তুলনায় কেন্দ্রীয় সরকার অর্ধেক পরিমাণ গম কিনেছে। এই বছর গম কেনার লক্ষ্যমাত্রা ৪৪.৪ মেট্রিক টন থাকলেও তা ২০ মেট্রিক টনের বেশি হবে না।

বামপন্থী দলগুলি বলেছে, পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া এবং গমের ব্যাপক আকাল এই সামগ্রিক মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলেছে। কয়লার অভাবের ফলে বিদ্যুতের দাম ক্রমশ বেড়ে চলেছে।

এই পরিস্থিতিতে বামপন্থী দলগুলি দাবি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পেট্রোপণ্যের ওপর থেকে সমস্ত সেস, সারচার্জ প্রত্যাহার করতে হবে, মূল্যবৃদ্ধি কমাতে হবে, বিশেষ করে রান্নার গ্যাস সিলিন্ডারের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে গম বণ্টন নিশ্চিত করতে হবে। মূল্যবৃদ্ধির মোকাবিলায় গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

বামপন্থীদের দাবি -
● পেট্রোপণ্যের সেস, সারচার্জ প্রত্যাহার করতে হবে।
● গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে গম সরবরাহ সুনিশ্চিত করতে হবে।
● সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য বিশেষ করে ডাল এবং ভোজ্য তেল সরবরাহ করার মধ্য দিয়ে গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।
● আয়কর দিতে হয় না এমন পরিবারগুলিকে সরাসরি নগদ ৭,৫০০ টাকা করে প্রতি মাসে দিতে হবে।
● এমএন রেগা প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। বেকারদের ভাতা দিতে কেন্দ্রীয় প্রকল্পের জন্য আইন প্রণয়ন করতে হবে।
● শহরাঞ্চলে একটি কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের জন্য আইন প্রণয়ন করতে হবে।
● সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে।

বামপন্থী দলগুলি মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে ২৫ থেকে ৩১ মে ঐক্যবদ্ধ এবং সমন্বিত আকারে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার জন্য তাদের সমস্ত শাখাগুলির কাছে আবেদন জানিয়েছে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন - সীতারাম ইয়েচুরি [সিপিআই(এম)], ডি রাজা [সিপিআই], দেবব্রত বিশ্বাস [ফরওয়ার্ড ব্লক], মনোজ ভট্টাচার্য [আরএসপি] এবং দীপঙ্কর ভট্টাচার্য [সিপিআই(এমএল) লিবারেশন]।