E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪০ সংখ্যা / ২০ মে, ২০২২ / ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এবং অভিযুক্ত মন্ত্রী আধিকারিকদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক বামফ্রন্টের


নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি দুর্নীতিতে অভিযুক্তদের অবিলম্বে বরখাস্ত এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত মন্ত্রী থেকে শুরু করে সমস্ত আধিকারিক ও পদাধিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার আহ্বান জানিয়েছে বামফ্রন্ট। ১৮ মে বামফ্রন্টের পক্ষ থেকে প্রকা‍‌শিত একটি বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের অভিযুক্ত মন্ত্রীদের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশের পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের দাবি -
(১) এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রীদের অবিলম্বে বরখাস্ত করতে হবে।
(২) আদালতের নির্দেশমতো তদন্তকারী সংস্থাকে অভিযুক্ত মন্ত্রীদের সিবিআই’র হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।
(৩) মন্ত্রী থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক ও সরকারি পদাধিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করতে হবে।
(৪) ঘুষ ও দুর্নীতিলব্ধ সমস্ত অর্থ উদ্ধার করতে হবে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সমস্ত মামলা-মোকদ্দমা প্রত্যাহার করতে হবে।
(৫) দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্র-যুবদের উপর দমনপীড়ন ও ধরপাকড় বন্ধ করতে হবে।
(৬) অবিলম্বে সমস্ত শূন্যপদে সুষ্ঠু পদ্ধতি মেনে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
(৭) রাজ্যের সব নিয়োগ সংস্থাগুলিকে অবিলম্বে দুর্নীতি মুক্ত করতে হবে।

এই সমস্ত দাবিতে রাজ্যের সর্বত্র প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার জন্য আহ্বান জানাচ্ছে বামফ্রন্ট।