E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৪০ সংখ্যা / ২০ মে, ২০২২ / ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯

কমরেড দীপক হোড়রায়-এর জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ গণশক্তি পত্রিকার প্রবীণ সাংবাদিক কমরেড দীপক হোড়রায়ের জীবনাবসান হয়েছে। ১৮ মে সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২। তিনি রেখে গেলেন ৯৩ বছরের প্রবীণতমা পার্টি সদস্যা মা আরতি হোড়রায়, মেয়ে এবং নাতি-নাতনিকে। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এছাড়াও নানা শারীরিক সংকটে তিনি আক্রান্ত হয়েছিলেন। এই সমস্ত কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ও পরে নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।

কমরেড দীপক হোড়রায়ে‌র জীবনাবসানে সিপিআই (এম)-র প্রবীণ নেতা বিমান বসু, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মৃদুল দে শোকজ্ঞাপন করেছেন।

কমরেড দীপক হোড়রায়ের জন্ম ১৯৫২ সালে। থাকতেন শিলিগুড়ির হাকিমপাড়ায়। ছাত্রজীবনে প্রথম বিপিএসএফ এবং পরে এসএফআই’র সাথে যুক্ত ছিলেন। শিলিগুড়ি কর্মাস কলেজে জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন। ১৯৭০ সালে তিনি পার্টি সদস্যপদ অর্জন করেন। আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময়ে এবং পরবর্তীকালে দার্জিলিঙে বিচ্ছিন্নতাবাদী নৈরাজ্যের সময়ে বামপন্থী আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ক্রীড়া এবং সংস্কৃতি ক্ষেত্রেও তাঁর নানা অবদান ছিল।