E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ১৪শ সংখ্যা / ২০ নভেম্বর ২০২০ / ৪ অগ্রহায়ণ ১৪২৭

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের শোক


রবীন্দ্র সদনে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছেন বিমান বসু, সূর্য মিশ্র এবং সুজন চক্রবর্তী।

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানে রাজনী‍‌তি, সংস্কৃতি সহ নানা অঙ্গনের বহু বিশিষ্ট মানুষ এবং সংগঠনের পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক টুইট বার্তায় বলেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় সিনেমা আর এক কিংবদন্তিকে হারালো। অভিনয় নৈপুণ্যে তাঁর অবদান রেখে ‍‌গিয়েছেন। তিনি টুইটে প্রয়াত অভিনেতার দাদাসাহেব ফালকে, পদ্মভূষণ এবং লিজিয়ন অফ অনার সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির কথা উল্লেখ করে তাঁর পরিবার, পরিজন এবং বিশ্বজুড়ে অগণিত অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট বার্তায় বলেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্য দিয়ে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়া‍‌ণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক শোকবার্তায় বলেছেন, প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে তৈরি হলো বিরাট শূন্যতা। সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তিনি লি‍‌খেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায় একাধারে ছিলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা, পাশাপাশি অসামান্য বাচিক শিল্পী, কবি, লেখক, নাট্যকার এবং নাট্যনির্দেশক। তাঁর মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করলো।

সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শোকজ্ঞাপন করে বলেছেন, সৃজনশীলতায় জটিল চ‍‌রিত্রের নানা দিকও তিনি ফুটিয়ে তুলেছিলেন পর্দায়, যা অমর হয়ে থাকবে। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছি।

রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, অভিনেতা ও সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার মানুষের প্রিয়জন ছিলেন। তাঁর কাজে তাঁর প্রগতিশীল চিন্তা ও মননের পরিচয় অক্ষয় হয়ে থাকবে।

সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, তিনি অপরাজিত। তিনি বেঁচে আছেন, থাকবেন তাঁর অমর সৃষ্টিতে, স্মৃতিতে, অসংখ্য মানুষের অন্তরের অন্তঃস্থলে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর শোকবার্তায় বলেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এক গভীর দুঃখজনক ঘটনা। বাংলা চলচ্চিত্র চিরকাল তাঁর কাছে ঋণ স্বীকার করবে। আমি তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শোকবার্তায় বলেছেন, বাংলা চলচ্চিত্র জগৎ ও সাংস্কৃতিক পরিমণ্ডলের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় মননে, চিন্তনে ছিলেন অনন্য ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণ নক্ষত্র পতনের মতো। সাংস্কৃতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান।

এছাড়াও শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আরএসপি’র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী।

দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতও সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানে শোকস্তব্ধ। প্রয়াত অভিনেতার সৃষ্টি ও কাজ সম্পর্কে স্মৃতিচারণা ও ব্যক্তিগত অনুভবের কথা ব্যক্ত করার পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন, নাসিরউদ্দিন শাহ, শর্মিলা ঠাকুর, ওয়াহিদা রহমান, শাবানা আজমি, শ্যাম বেনেগাল, আমির খান, তরুণ মজুমদার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন, বিপ্লব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, সন্দীপ রায়, গৌতম ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, শমীক বন্দ্যোপাধ্যায়, অনীক দত্ত, নাট্যকার চন্দন সেন, অসিত বসু, শ্রীপর্ণা মুখার্জি প্রমুখ।

এছাড়াও অভিনেত্রী সংঘ-র সম্পাদিকা পাপিয়া অধিকারী সহ শিল্পী সংসদ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পিপলস রিলিফ কমিটি প্রভৃতি সংগঠনের পক্ষ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছে।