E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২য় সংখ্যা / ২১ আগস্ট ২০২০ / ৪ ভাদ্র ১৪২৭

কমরেড আব্দুল গফ্‌ফর-এর জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ বীরভূম জেলার স্বাস্থ্য আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব এবং বর্ষীয়ান সিপিআই(এম) নেতা কমরেড আব্দুল গফ্‌ফর-এর জীবনাবসান হয়েছে ১৬ আগস্ট।

এদিন সকালে সাংগঠনিক কাজের উদ্দেশে বাড়ি থেকে বেড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় আচমকা পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১৯৬৬ সালে পার্টির সদস্যপদ অর্জন করেন। তাঁর স্ত্রী ও সন্তানরা বর্তমান। সিউড়ির ডাক্তার শরদীশ রায় স্মৃতি সেবা সদনের অন্যতম প্রতিষ্ঠাতার মৃত্যুসংবাদ পেয়ে পার্টিকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

প্রয়াত কমরেড পার্টির বীরভূম জেলা কমিটির প্রাক্তন সদস্য। ২০১১ সালে পাটির প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে সিউড়ি কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রেডক্রস সোসাইটির সম্পাদকের দায়িত্বও তিনি দক্ষতার সাথে পালন করেছিলেন।

সৎ, সদাহাস্যময় মানুষ হিসাবে তিনি ছিলেন সকলের প্রিয় ‘গফ্‌ফর দা’। লাল পতাকায় সজ্জিত হয়ে মিছিল করে পার্টিকর্মীরা মরদেহ নিয়ে আসেন পার্টির জেলা দপ্তরে। সেখানে শ্রদ্ধা জানান বর্ষীয়ান পার্টিনেতা ব্রজ মুখার্জি, দিলীপ গাঙ্গুলি, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক মনসা হাঁসদা, বিধায়ক শ্যামলী প্রধান, গৌতম ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ। বামফ্রন্টের অন্যান্য শরিকদলের নেতৃবৃন্দ সহ কংগ্রেস, এসইউসিআই এবং তৃণমূল দলের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।