৫৯ বর্ষ ২৩ সংখ্যা / ২১ জানুয়ারি, ২০২২ / ৭ মাঘ, ১৪২৮
২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করবে বামফ্রন্ট
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবসকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করবে বামফ্রন্ট। ১৮ জানুয়ারি বামফ্রন্টের বৈঠকের পর একথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভারতের অন্যতম শ্রেষ্ঠ দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর এবছর ১২৫তম জন্মবার্ষিকী। বামফ্রন্ট মনে করে কেন্দ্রীয় সরকার নেতাজির চিত্র ও কর্ম সমন্বিত ট্যাবলোটি বাতিল করে দেশের ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রামের মহান ঐতিহ্যকে অস্বীকার করেছে। রাজ্য সরকার প্রেরিত এই ট্যাবলোটিকে প্রদর্শন না করার সিদ্ধান্ত অবশ্যই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংস্কৃতিকে ধ্বংস করার চক্রান্ত বলে রাজ্য বামফ্রন্ট মনে করে। বামফ্রন্ট এই অনৈতিকতার তীব্র বিরোধিতা করছে এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোটি প্রদর্শনের দাবি করছে।
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে কুচকাওয়াজে কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করায় কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন মহল থেকেই সমালোচিত হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই প্রসঙ্গে নেতাজিকে অবমাননার অভিযোগ করেছে। কিন্তু তৃণমূল সরকার এরাজ্যে সারাবছর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। এমনকি নেতাজির কন্যা অনিতা পাফ জার্মানি থেকে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘রাজনৈতিক কারণে কখনও কখনও কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীর ঐতিহ্যকে আংশিকভাবে ব্যবহার করা হয়। গতবছর সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন কলকাতার সব জায়গায় খুব বড়ো করে উদ্যাপন করা হয়েছিল। তখন বাংলায় নির্বাচন ছিল। এবছর সেরকম কিছুই নেই বলেই হয়তো বিষয়টি আর গতবছরের মতো গুরুত্বপূর্ণ নয়।’
বামফ্রন্ট সরকার ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসাবে পালনের জন্য দাবি জানালেও, তা গৃহীত হয়নি। তখন কেন্দ্রীয় সরকারের শরিক ছিল তৃণমূলও। ২০১১ সালের জানুয়ারি মাসে বামফ্রন্ট সরকার নোটিফিকেশন জারি করে এরাজ্যে ২৩ জানুয়ারি দেশপ্রেম দিবস হিসাবে পালনের ঘোষণা করেছিল এবং সেই বছর তা দেশপ্রেম দিবস হিসাবে রাজ্যজুড়ে পালিতও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার আসার পর এই উদ্যোগ চাপা পড়ে গেছে।