E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ২৩ সংখ্যা / ২১ জানুয়ারি, ২০২২ / ৭ মাঘ, ১৪২৮

শাঁওলী মিত্রের জীবনাবসান


বাংলা থিয়েটারের বিশিষ্ট অভিনেত্রী শাঁওলী মিত্রের জীবনাবসান হয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। সব চেষ্টা ব্যর্থ করে ১৬ জানুয়ারি রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর।

শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের একমাত্র সন্তান শাঁওলী মিত্রের প্রথম মঞ্চাভিনয় বহুরূপীতে রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকে সুধা’র চরিত্রে। ‘নাথবতী অনাথবৎ’, ‘কথা অমৃত সমান’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীকালে পঞ্চম বৈদিক নাট্যদল গঠন করেন। তাঁর উল্লেখযোগ্য অভিনয় ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘বিতত বিতংশ’, ‘হযবরল’, ‘পাগলা ঘোড়া’, ‘পাখি’, ‘যদি আর একদিন’ ও ‘গ্যালিলিওর জীবন’ নাটকে। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তর্ক আর গপ্পো’ ছবিতে বঙ্গবালা চরিত্রে অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। অভিনয়ের জন্য তিনি ২০০৩ সালে 'সঙ্গীত নাটক আকাদেমি', ২০০৯ সালে 'পদ্মশ্রী' ও ২০১২ সালে 'বঙ্গবিভূষণ' পদক লাভ করেন। শম্ভু মিত্রের ‘গণনাট্য নবনাট্য ও সৎনাট্য’ গ্রন্থের সম্পাদনা করেন। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সদস্য সচিব হিসাবেও কাজ করেছেন। এদিন রাতে পিতা শম্ভু মিত্রের মতোই তাঁর অন্তিম ইচ্ছানুসারে সিরিটি শ্মশানে শেষকৃত্যের পর জানানো হয় প্রয়াণ সংবাদ।