৫৮ বর্ষ ৪০ সংখ্যা / ২১ মে, ২০২১ / ৬ জ্যৈষ্ঠ, ১৪২৮
কেরালায় এলডিএফ মন্ত্রীসভার শপথ
নিজস্ব সংবাদদাতাঃ কেরালায় নেতৃত্বে একুশ সদস্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)’র মন্ত্রীসভা গত ২০ মে শপথ নিয়েছে। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিনারাই বিজয়ন। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠান হয়। ২১ সদস্যের এলডিএফ মন্ত্রীসভায় সিপিআই(এম)’র ১২, সিপিআই’র ৪ এবং কেরালা কংগ্রেস (মানি), ইন্ডিয়ান ন্যাশনাল লিগ, জে কেরালা কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও জনতা দল (ধর্মনিরপেক্ষ)’র থেকে একজন করে আছেন। এই মন্ত্রীসভায় ১৭ জনই নতুন এবং ৩ জন মহিলা আছেন।
এলডিএফ মন্ত্রীসভার মন্ত্রীরা হলেনঃ পি রাজীব, শিল্পমন্ত্রী; কে এন বালাগোপাল, অর্থমন্ত্রী; বীনা জর্জ, স্বাস্থ্য, মহিলা ও শিশু এবং সামাজিক ন্যায় মন্ত্রী; এম ভি গোবিন্দন, স্থানীয় স্বশাসিত সংস্থা এবং আবগারি মন্ত্রী; কে রাধাকৃষ্ণন,দেবোস্বম এবং তপশিলি জাতি/তপশিলি উপজাতি মন্ত্রী; আর বিন্দু, উচ্চশিক্ষা মন্ত্রী; পি এ মহম্মদ রিয়াস, পূর্ত এবং পর্যটন মন্ত্রী; সাজি চেরিয়ান, মৎস্য এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী; ভি এন বাসবন, সমবায় এবং নিবন্ধকার মন্ত্রী; ভি শিবনকুট্টি, সাধারণ শিক্ষা এবং শ্রম মন্ত্রী; ভি আবদুরহমান, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। এই ১১ মন্ত্রী সকলেই সিপিআই(এম)’র। ভি আবদুরহমান সিপিআই(এম) সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন।
সিপিআই’র চার মন্ত্রী হলেনঃ পি প্রসাদ,কৃষি মন্ত্রী; কে রাজন, রাজস্ব মন্ত্রী; চিন্থু রানি, পশু এবং দুগ্ধ উন্নয়ন মন্ত্রী; সি আর অনিল, সিভিল সাপ্লাই মন্ত্রী। মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা হলেনঃ কে কৃষ্ণনকুট্টি, বিদ্যুৎ মন্ত্রী (জনতা দল-এস); এ কে শশীন্দ্রন, বনমন্ত্রী (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি); অ্যান্টনি রাজু, পরিবহণ মন্ত্রী (জে কেরালা কংগ্রেস); আহমেদ দেভারকোভিল, বন্দর এবং পুরাতত্ত্ব মন্ত্রী (ইন্ডিয়ান ন্যাশনাল লিগ); রোসি অগাস্টাইন, জলসম্পদ (কেরালা কংগ্রেস-মানি)।
বিধানসভা স্পিকার হিসেবে সিপিআই(এম)’র এম বি রাজেশ এবং ডেপুটি স্পিকার হিসেবে লিপি চিট্টায়াম গোপাকুমারের নাম মনোনীত করেছে এলডিএফ। চিফ হুইপ হচ্ছেন কেরালা কংগ্রেসের এন জয়ারাজ।