৬০ বর্ষ ১০ সংখ্যা / ২১ অক্টোবর, ২০২২ / ৩ কার্ত্তিক, ১৪২৯
‘মার্কসবাদী পথ পত্রিকার ওয়েবসাইট’র সূচনা
‘মার্কসবাদী পথ’-এর অনলাইন সংস্করণ প্রকাশ করছেন সীতারাম ইয়েচুরি। রয়েছেন বিমান বসু, সূর্য মিশ্র,
মহম্মদ সেলিম, সুমিত দে, পত্রিকার সহযোগী-সম্পাদক শান্তনু দে (ডানদিকে) এবং পত্রিকার কর্মীরা।
১৭ অক্টোবর অনলাইনে প্রকাশিত হলো ‘মার্কসবাদী পথ’। মুদ্রিত ত্রৈমাসিকের পাশাপাশি এবার পাঠকের হাতের মুঠোয় পৌছে গেল এই পত্রিকা। www.marxbadipath.org ওয়েবসাইটে দেখা যাবে পত্রিকাটি। ১৭ অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই পত্রিকার ওয়েবসাইটের উদ্বোধন করেন। তত্ত্বগত আলোচনা আরও বাড়ানোর জন্য মূলত এই উদ্যোগ। বাংলার বাইরে দেশে বিদেশে বাংলাভাষী মানুষের চাহিদার কথাও মনে রাখা হয়েছে এ প্রসঙ্গে।
১৯৮১ সালের ৫ আগস্ট কমরেড মুজফ্ফর আহ্মদের জন্মদিনে মার্কসবাদী পথ প্রথম প্রকাশিত হয়, প্রথম সম্পাদক ছিলেন প্রমোদ দাশগুপ্ত। ১৯৭৮ সালের সিপিআই(এম)’র সালকিয়া প্লেনামে তাত্ত্বিক পত্রিকার প্রকাশের গুরুত্ব আরোপের ফলশ্রুতি মার্কসবাদী পথ’র প্রকাশ।
পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, এই ওয়েবসাইটে মার্কসবাদের সৃজনশীল প্রয়োগ ও চর্চায় শামিল বহু লেখকের লেখাপত্রও নিয়মিত প্রকাশ হবে।
এদিন মঞ্চে মার্কসবাদী পথ পত্রিকার সহযোগী-সম্পাদক শান্তনু দে ও কর্মীদের পাশে নিয়ে সীতারাম ইয়েচুরি অনলাইন সংস্করণ প্রকাশিত করার সঙ্গে সঙ্গেই আরও প্রসারিত হলো মার্কসবাদ লেনিনবাদ চর্চার পরিসর।