E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ১০ সংখ্যা / ২১ অক্টোবর, ২০২২ / ৩ কার্ত্তিক, ১৪২৯

বিভাজনের ষড়যন্ত্র রুখতে রাজ্যজুড়ে সম্প্রীতির রাখিবন্ধন


জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে নাখোদা মসজিদ - ঐক্য সম্প্রীতি পদযাত্রায় রাখীবন্ধন দিবস উদ্‌যাপন।

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথের পথ অনুসরণ করেই সম্প্রীতির পদযাত্রায় রাখি বন্ধনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার আহ্বান জানালো বামপন্থী গণসংগঠনগুলি। ১৬ অক্টোবর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে নাখোদা মসজিদ পর্যন্ত এই সম্প্রীতির পদযাত্রা সংগঠিত হয়েছে। কলকাতার বিভিন্ন অঞ্চল সহ জেলায় জেলায় এরকম বহু অনুষ্ঠানে ছাত্র, যুব, মহিলা, বস্তিবাসী, শ্রমিক সহ বামপন্থী ও সমাজের বিভিন্ন অংশের মানুষ শামিল হন।

প্রসঙ্গত, ১৯০৫ সালের ১৬ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাখি বন্ধন কর্মসূচিতে শামিল হয়ে‌ছিলেন অগণিত মানুষ। গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ রচিত গান - ‘বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল’। বর্তমান প্রেক্ষাপটে সম্প্রীতির সেই ঐতিহাসিক কর্মসূচিকে স্মরণ করেই এদিন রাজ্যজুড়ে ‘ঐক্য ও সম্প্রীতির রাখি বন্ধন’ কর্মসূচির ডাক দিয়েছিল বামপন্থী গণসংগঠনগুলি।

এদিন সকাল থেকেই কলকাতা মহানগরীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য মিছিল, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। জোড়াসাঁকো থেকে নাখোদা মসজিদ পর্যন্ত বামপন্থী গণসংগঠনের ডাকে পদযাত্রায় অংশ নেন সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটি ও বরানগর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে বরানগর আলমবাজার মোড়ে রাখি বন্ধন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ পথে নেমেছিলেন। আমাদেরও আজকের দিনে মানুষের মধ্যে বিভাজন রুখতে সর্বশক্তি দিয়ে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সম্প্রীতি রক্ষা করতে হবে।

এছাড়া কলকাতার খিদিরপুরে এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভার আয়োজন করা হয়। এই সভায় মহম্মদ সেলিম বলেন, ধর্মীয় উন্মাদনা তৈরি করে বিভাজনকারী রাজনৈতিক শক্তিগুলি মানুষের ঐক্য ভেঙে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এই অভিসন্ধি রুখতে হলে লালঝান্ডার শক্তিকে আরও বাড়াতে হবে।