৫৮ বর্ষ ২৩শ সংখ্যা / ২২ জানুয়ারি ২০২১ / ৮ মাঘ ১৪২৭
কৃষি আইন নিয়ে কেন্দ্রের নতুন প্রস্তাব
২০ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে তিন কৃষি আইন দেড়-দু’বছরের জন্য স্থগিত রাখতে সরকার সম্মত। এই মর্মে সুপ্রিমকোর্টে সরকার হলফনামা দিতেও রাজি। সরকারের প্রস্তাব হলো কৃষক আন্দোলনের নেতা ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা এই সময়ের মধ্যে তিন আইন নিয়ে আলোচনা করবে। কৃষকনেতারা জানিয়েছেন সরকারের এই নতুন প্রস্তাব নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। ২১ জানুয়ারি সেই আলোচনা হয়েছে। ২২ জানুয়ারি তারা সরকারকে সম্মিলিত অভিমত জানাবে।
সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেছেন, সরকারের প্রস্তাব কিছুটা হলেও সদর্থক।
২০ জানুয়ারির আলোচনার শুরুতে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, কৃষি আইনে আরও কিছু সংশোধনী গ্রহণ করতে সরকার রাজি। কৃষক নেতারা সংশোধনী দেওয়ার এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন।