৫৮ বর্ষ ২৩শ সংখ্যা / ২২ জানুয়ারি ২০২১ / ৮ মাঘ ১৪২৭
নির্বাচনে আসন বণ্টন নিয়ে বামফ্রন্ট ও কংগ্রেসের আলোচনা শুরু
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী সংগ্রামে অংশগ্রহণ করার জন্য ১৭ জানুয়ারি বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন বণ্টন সংক্রান্ত প্রথম বৈঠক সম্পন্ন হলো কলকাতায়। যৌথ আন্দোলনের কর্মসূচির উল্লেখ করে একসঙ্গে নির্বাচনী লড়াই করার জন্য বাম এবং কংগ্রেসের মধ্যে আসন বণ্টন প্রসঙ্গে নেতৃবৃন্দ জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিগুলির ঐক্যের লক্ষ্যে জানুয়ারি মাসের মধ্যেই বিধানসভা ভিত্তিক আসন বণ্টনের কাজ চূড়ান্ত হয়ে যাবে।
বৈঠক শেষে বিমান বসু জানিয়েছেন, বাম এবং কংগ্রেসের মধ্যে এর আগে যৌথ আন্দোলনের কর্মসূচি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে এবং সেই অনুযায়ী আন্দোলনও হচ্ছে। রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে, রাজ্যকে সাম্প্রদায়িক হানাহানির হাত থেকে বাঁচাতে এবং মানুষের মধ্যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চলছে তার অবসান ঘটাতে হবে।
বিজেপি দেশের পক্ষে সবচেয়ে বড়ো শত্রু তবুও পশ্চিমবঙ্গের বিশেষ অবস্থানকে বিচার-বিবেচনার মধ্যে রেখেই তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে যথোচিত ভাবেই নির্বাচনী সংগ্রাম পরিচালনা করে তাদের পরাস্ত করতে হবে। তাই রাজ্যকে বাঁচানোর জন্য বাম কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে বামেদের পক্ষ থেকে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির চেয়ারম্যান নরেন চ্যাটার্জি, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি সাংবাদিকদের বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট হচ্ছেই। সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলকে হারাতে আমরা রাজ্যজুড়ে যৌথ আন্দোলন করছি, নির্বাচনে তাদের পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলির সকলের ঐক্য চাই। তার জন্য আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা শুরু করেছি। এটা একটা প্রক্রিয়া, একদিনে হয় না। এই মাসের মধ্যে আমরা আসন বণ্টন চূড়ান্ত করে ফেলব।