৫৮ বর্ষ ৩৬ সংখ্যা / ২৩ এপ্রিল, ২০২১ / ৯ বৈশাখ, ১৪২৮
সিপিআই(এম) পলিট ব্যুরোর দাবি
ভারতের সার্বভৌমত্ব রক্ষা করো কোয়াড’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করো
গত ১০ এপ্রিল সিপিআই(এম) পলিট ব্যুরো এক বিবৃতিতে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে, অবিলম্বে কোয়াড থেকে ভারতকে সরিয়ে আনতে হবে। লাক্ষাদ্বীপ উপকূলবর্তী অঞ্চলে ভারতের একান্ত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) মার্কিন সপ্তম নৌবহরের আনাগোনা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা বিরাট চ্যালেঞ্জ। সপ্তম নৌবহর যে বিবৃতি দিয়েছে তাতে এটা স্পষ্ট যে, ভারতের নৌ চলাচলের দাবির বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে। পলিট ব্যুরো বলেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভণ্ডামি ছাড়া আর কিছু না। সমুদ্র আইন সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘের কনভেনশনে ভারত স্বাক্ষরকারী হলেও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি। অথচ তারা দাবি করছে তারা নাকি আন্তর্জাতিক আইন মেনে চলছে।
মোদী সরকার অত্যন্ত মৃদু স্বরে জানিয়েছে যে, ভারতের একান্ত অর্থনৈতিক অঞ্চলে সামরিক নৌবহর চলাচল করতে গেলে ভারতের সম্মতি প্রয়োজন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা অগ্রাহ্য করছে।
কোয়াড জোটে যুক্ত হয়ে মোদী সরকার আমেরিকার শর্ত রক্ষায় বাধ্য হচ্ছে এবং ভারত প্রশান্ত সাগরীয় অঞ্চলে আমেরিকার সূত্রানুযায়ী ‘নৌ চলাচলের স্বাধীনতা’ মেনে নিয়ে দেশের স্বার্থের সাথে আপস করেছে। মার্কিন সামরিক বাহিনী ভারতকে এই অঞ্চলে আমেরিকার লেজুড় হিসেবে ব্যবহার করছে। লাক্ষাদ্বীপ উপকূলে সপ্তম নৌবহরের আনাগোনা এই বার্তাই বহন করছে।
পলিট ব্যুরো বলেছে, ভারতের সার্বভৌমত্ব সম্পর্কে মোদী সরকারের যদি এতটুকু আত্মসম্মানবোধ থাকে তবে তার উচিত এখনই কোয়াড জোট থেকে বেরিয়ে আসা।