৫৮ বর্ষ ৩৬ সংখ্যা / ২৩ এপ্রিল, ২০২১ / ৯ বৈশাখ, ১৪২৮
শঙ্খ ঘোষের জীবনাবসান
বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি কিছুদিন যাবৎ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শেষে করোনা আক্রান্ত হয়ে ২১ এপ্রিল সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি প্রাণ হারান। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ওইদিনই নিমতলা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুসংবাদে সমাজের বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন সংগঠন, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হয়। কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিশিষ্ট মানুষজন। শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
কবি শঙ্খ ঘোষের জন্ম বর্তমান বাংলাদেশের চাঁদপুরে। ১৯৩২সালের ৫ ফেব্রুয়ারি তাঁর জন্ম। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর শঙ্খ ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর হন। বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়তেও তিনি অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন। সাহিত্য অ্যাকাডেমি, জ্ঞানপীঠ সম্মানে ভূষিত করা হয় শঙ্খ ঘোষকে। পেয়েছিলেন দেশিকোত্তম, পদ্মভূষণ সম্মানও।
কবি শঙ্খ ঘোষের প্রয়াণে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শোকবার্তায় জানিয়েছেন, শঙ্খ ঘোষ দীর্ঘ সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। কবিতা ও সাহিত্য জগতের এক জ্যোতিষ্ক ছিলেন তিনি। ছিলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। সাহিত্যের ক্ষেত্রে তিনি বিপুল অবদান রেখে গেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময়ে তিনি গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন তা আজকের দিনে স্মরণে রাখতে হবে। অবশ্যই প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে তাঁকে পেয়েছি আমরা। সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। শোষণ অত্যাচারের বিরুদ্ধে বাঙ্ময় ছিলেন। সাম্প্রদায়িকতা বিরোধী মহামিছিলে অসুস্থ শরীরেও তিনি অংশগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ছিলেন। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ আজ নীরব হয়ে গেল। তাঁর জীবনাবসানে গভীর শোকাহত বোধ করছি। আমি তাঁর স্ত্রী, সন্তানদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সহ মহম্মদ সেলিম, অশোক ভট্টাচার্য প্রমুখ কমিউনিস্ট নেতৃবৃন্দ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ছিলেন শঙ্খ ঘোষ। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক অশোকনাথ বসু ও সম্পাদক অধ্যাপক পবিত্র সরকার।
কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন, পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবিটিএ, এবিপিটিএ, রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষক সংগঠন।
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে সংগঠনের সভাপতি পবিত্র সরকার ও সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়, গণনাট্য সংঘের সভাপতি হিরণ্ময় ঘোষাল গভীর শোক প্রকাশ করেছেন।