৬০ বর্ষ ৭ সংখ্যা / ২৩ সেপ্টেম্বর, ২০২২ / ৬ আশ্বিন, ১৪২৯
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’র আবেদন
আপনিও আসুন আমাদের সাথে
আনিস খানের খুনের বিচার চেয়ে সর্বত্র জুলুমের বিরুদ্ধে, আর সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমতায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। গোটা রাজ্য আজ এক ‘নেই’ রাজ্য, তাকিয়ে দেখুন আমাদের রাজ্যে - নীতি নেই, সত্যিকারের চাকরি নেই, (মাননীয়ার বিলি করা ফেক নিয়োগপত্র আছে) প্রতিবাদের অধিকার নেই, মেয়েদের নিরাপত্তা নেই, জুলুমের বিচার নেই। এই নেই রাজ্যে চলছে এক নৈরাজ্য, তাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ প্রতিবাদী ছাত্র আনিস খানের খুনের প্রায় ৭ মাস অতিক্রান্ত হলেও শাস্তি হয়না খুনীদের, ফেক নিয়োগপত্রের মতোই ফেক তদন্তে আমরা ভরসা রাখছি না। আমরা দেখেছি আনিস খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই সালমান খানকেও আক্রমণ করা হয়েছে। আক্রমণ এবং জুলুমের ফলেই আনিসের আর এক অন্তঃসত্ত্বা বৌদি হারিয়েছে তার গর্ভের সন্তানকে। এ নৃশংসতার বিরুদ্ধে আমাদেরই বুঝে নিতে হবে বিচার। আনিসদের পরিবারের সাথে আমরা আছি বিচার বুঝে নেওয়ার লড়াইয়ে। মধ্যমগ্রাম, কাটোয়া, গেদে, রানাঘাট, বীরভূমের মুলুক, ডেবরা, জলপাইগুড়ি বা হাঁসখালী, বিলকিস বানো, লখিমপুর খেরি, উন্নাও বা হাথরস - জুলুমবাজির নিশানা ছড়িয়ে রয়েছে দিকে দিকে, বিচারের বাণী এখনও নীরবে নিভৃতে কাঁদছে। সর্বব্যাপী দুর্নীতিতে রাজ্য অস্থির। দেশের শাসকদলও এপ্রশ্নে রেখেছে কৃতিত্বের ছাপ তাইতো তৃণমূলে চুরি করা নেতারা বিজেপি-তে গেলে কেন্দ্র চুপ। বিজেপি থেকে তৃণমূলে এলে রাজ্য প্রশাসন, পুলিশ তার পাহারাদার। চাকরি চেয়ে যৌবন রাস্তায়-মেধা আজ পুড়ছে রোদে, ভিজছে জলে, অথচ নেতা বা তার বান্ধবীদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা জমা হয়েছে চাকরি চুরির। বালি খাদান থেকে পাথর খাদান বা গোরু চুরি থেকে রেগার মজুরি চুরি, রাস্তায় কাটমানি থেকে লুটের পঞ্চায়েত - দুর্নীতি আজ আসমানে, দুর্নীতি আজ জমিতে - এসবের বিরুদ্ধে শাসকের চোখে চোখ রেখে লড়াইয়ে আছি আমরা। স্পর্ধিত যৌবন ছাত্র-যুব চেয়েছে ইনসাফ। আমরা, মহিলারা, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আছি প্রতিবাদে, বিক্ষোভে, আছি হক বুঝে নেওয়ার লড়াইতে, আছি রাস্তায় - আছি জানকবুল। সে লড়াইকে শানিয়ে নিতেই -
আনিস খুনের বিচার চাইতে, জুলুমের বিরুদ্ধে
আসমান-জমিন ছাওয়া দুর্নীতির বিরুদ্ধে
আগামী ২৭ সেপ্টেম্বর বেলা ২টায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির ডাকে যাচ্ছি আমতায়, প্রতিবাদকে প্রতিরোধে পরিণত করার শপথ নিতে। আপনিও আসুন হক কথা সোচ্চারে বলার এ লড়াইতে-শামিল হোন প্রতিবাদে-বিক্ষোভে।