৫৯ বর্ষ ১৯ সংখ্যা / ২৪ ডিসেম্বর, ২০২১ / ৮ পৌষ, ১৪২৮
চড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান পলিট ব্যুরোর
নিজস্ব সংবাদদাতাঃ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। ১৯ ডিসেম্বর পলিট ব্যুরোর বৈঠক শেষে দিল্লি থেকে প্রচারিত এক বিবৃতিতে পার্টির সমস্ত শাখাকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ওই বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে অবিলম্বে অজয় মিশ্রকে অপসারণের, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পরিকল্পনা প্রত্যাহারের এবং প্রতিটি গরিব-নিম্নবিত্ত পরিবারকে মাসে অন্তত সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি পুনরায় জানানো হয়েছে। পলিট ব্যুরো বিরোধিতা করেছে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার উদ্যোগের, নিন্দা করেছে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর দপ্তরে তলবের। গত ১৭ ও ১৮ ডিসেম্বর নয়াদিল্লিতে সিপিআই(এম)’র কেন্দ্রীয় কার্যালয় একেজি ভবনে বৈঠক হয়েছে পার্টির পলিট ব্যুরোর।
মূল্যবৃদ্ধি
বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, গত নভেম্বরে দেশে পাইকারি মূল্য সূচক বেড়েছে ১৪.২ শতাংশ, যা তিরিশ বছরে সর্বোচ্চ। শুধু মাত্র জ্বালানি তেল ও বিদ্যুতের পাইকারি মূল্যই বেড়েছে ৩৯.৮১ শতাংশ। খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। পরিণতিতে সাধারণ মানুষের জীবনে দুর্দশা বেড়েছে, তাঁরা আরও জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এই চড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পার্টির সমস্ত শাখা বিক্ষোভ সংগঠিত করবে।
লখিমপুর হত্যাকাণ্ড
পলিট ব্যুরো বলেছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল লখিমপুর খেরির হত্যাকাণ্ডে এফআইআর দায়ের করেছে। সেই এফআইআর-এ বলা হয়েছে, পরিকল্পিত ষড়যন্ত্রেই খুন করা হয়েছে কৃষকদের। সেদিন আট জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে। তারপরেও প্রবল দাবি ওঠা সত্ত্বেও প্রধানমন্ত্রী এখনও ওই মন্ত্রীকে তাঁর মন্ত্রীসভা থেকে অপসারণ করেননি। অবিলম্বে অজয় মিশ্রকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিন প্রধানমন্ত্রী।
ব্যাঙ্ক ধর্মঘট
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ ও ১৭ ডিসেম্বর সারা দেশে সর্বাত্মক ব্যাঙ্ক ধর্মঘট হয়েছে। ওই ধর্মঘটে অংশ নিয়েছেন ব্যাঙ্কগুলির ১০ লক্ষ কর্মী ও আধিকারিক। বিবৃতিতে পলিট ব্যুরো তাঁদের অভিনন্দন জানিয়ে বলেছে, এই ধর্মঘটকে সমর্থন করেছিল বিভিন্ন ট্রেড ইউনিয়ন। সাধারণ মানুষও ধর্মঘটের ডাকে ইতিবাচক সাড়া দিয়েছেন। কীভাবে ব্যাঙ্কে রাখা ভারতীয় জনগণের সারা জীবনের সঞ্চয়কে মোদি সরকার তার পেটোয়া ধান্দাবাজদের হাতে তুলে দিচ্ছে লুট করার জন্য, ব্যাঙ্ক ইউনিয়নগুলি তা ফাঁস করে দিয়েছে। মোদি সরকারের আমলে এমন ধান্দাবাজদের ১০ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি ঋণ মকুব করে দেওয়া হয়েছে। এভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বিপর্যস্ত করে দেওয়া হচ্ছে এবং সেই বিপর্যস্ত অবস্থার দোহাই দিয়েই ব্যাঙ্কগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। দেশ এবং দেশবাসীর পক্ষে তা ধংসাত্মক হয়ে দাঁড়াবে। অবিলম্বে কেন্দ্রকে ব্যাঙ্ক বেসরকারিকরণের পরিকল্পনা প্রত্যাহার করতে হবে।
বেকারত্ব
বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের শুধু নভেম্বর মাসেই দেশে ৬৮ লক্ষ বেতনভুক কর্মচারী তাঁদের কাজ হারিয়েছেন। শহরাঞ্চলে কর্মহীনতা ১৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, সামগ্রিক বেকারত্বের হার ৯ সপ্তাহের মধ্যে সর্বাধিক হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জিনিসপত্রের দামের উল্লম্ফন। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে দুর্দশা তীব্র হয়েছে, অর্থনীতিতে চাহিদা আরও সঙ্কুচিত হয়েছে এবং মন্দা গভীরতর হয়েছে। যেসব পরিবারকে আয়কর দিতে হয় না, এই অবস্থায় এমন প্রতিটি নিম্নবিত্ত পরিবারকে কেন্দ্রের তরফে প্রতি মাসে অন্তত সাড়ে সাত হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত।
মেয়েদের বিয়ের বয়স
পলিট ব্যুরো বলেছে, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার যে বিল আনতে চাইছে, সিপিআই(এম) তা সমর্থন করে না। এই বিলকে বিশদে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো উচিত। ১৮ বছরে এক জন মহিলা আইনত প্রাপ্তবয়স্ক হন। তারপরে বিয়ের ক্ষেত্রে ওই বয়সে তাঁকে অপ্রাপ্তবয়স্ক বলে গণ্য করার প্রস্তাব স্ববিরোধী। নিজের জীবনসঙ্গীকে নিজের পছন্দে বেছে নেওয়ার ক্ষেত্রে এক জন প্রাপ্তবয়স্ক মহিলার যে অধিকার রয়েছে, এই প্রস্তাব তাকেও লঙ্ঘন করছে। প্রসঙ্গত, এখন যখন মেয়েদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর, তখনও সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মেয়েদের বিয়ের সর্বভারতীয় গড় বয়স ছিল ২২.১ বছর। সুতরাং, নতুন আইন অপ্রয়োজনীয়। যদি মেয়েদের স্বাস্থ্যের জন্য এই বিল আনার কথা ভাবা হয়ে থাকে, যা সরকারের তরফে দাবি করা হচ্ছে, তাহলেও বলতেই হচ্ছে যে, সুনিশ্চিত করা দরকার মেয়েদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা - যাতে মাতৃত্বকালীন মৃত্যু ও শিশুমৃত্যুকে ঠেকানো যায়। মেয়েদের বিয়ের বয়স বাড়ানো তার সমাধান নয়।
কমিশনকে তলব
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক কর্তৃপক্ষ। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার একমাত্র কর্তৃপক্ষ হলো এই কমিশন। সেই দায়িত্ব পালন করার জন্য নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, সরকারের সঙ্গে দূরত্ব রাখতে হবে। সুতরাং, সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে যেভাবে মুখ্য নির্বাচন কমিশনার ও অপর দুই নির্বাচন কমিশনারকে তলব করা হয়েছে, তাতে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে এবং আইনও গুরুতরভাবে ভাঙা হয়েছে। মোদি সরকারের এমন পদক্ষেপে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রতি জনগণের আস্থা কমে যাবে। পলিট ব্যুরো এই পদক্ষেপের কড়া নিন্দা করে বিবৃতিতে আরও বলেছে, দেশের সাংবিধানিক কর্তৃপক্ষগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ এখনই বন্ধ করতে হবে মোদি সরকারকে।
করোনা মহামারী
পলিট ব্যুরো বলেছে, করোনা ভাইরাসের নতুন প্রকরণ ওমিক্রনে দেশে অনেকেই আক্রান্ত হচ্ছেন। মহামারীর নতুন বিপদ দেখা দিচ্ছে। সরকার ঘোষণা করেছিল, চলতি বছর শেষ হওয়ার আগেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার কাজ শেষ করা হবে। কিন্তু ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত প্রাপ্তবয়স্কদের মাত্র ৩৯ শতাংশকে দুই ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। দেশে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন জরুরি পরিস্থিতির উত্থান প্রতিরোধে সরকারকে টিকাদানের গতি বাড়াতে হবে জরুরি ভিত্তিতে।
পার্টি কংগ্রেস
পলিট ব্যুরোর বৈঠকে সিপিআই(এম)’র ২৩তম কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, এবার এই প্রস্তাব পেশ করা হবে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে। জানুয়ারির ৭ থেকে ৯ তারিখ ওই বৈঠক হবে হায়দরাবাদে।