E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১৯ সংখ্যা / ২৪ ডিসেম্বর, ২০২১ / ৮ পৌষ, ১৪২৮

নির্বাচনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি পলিট ব্যুরোর


নিজস্ব সংবাদদাতাঃ ২০ ডিসেম্বর কেন্দ্রের মোদী সরকার নির্বাচনী আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে একটি বিল লোকসভায় পেশ করে এবং কোনো আলোচনার সু‍‌যোগ না দিয়ে তড়িঘড়ি সেটা পাশ করিয়ে নিয়েছে। ওইদিনই সিপিআই(এম) পলিট ব্যুরো এক বিবৃতিতে এ নিয়ে আপত্তির কথা জানিয়ে বলেছে, ওই বিল রাজ্যসভায় এইভাবেই গায়ের জোরে পাশ করানোর চেষ্টা হলে এককাট্টা হয়ে আটকানো উচিত বিরোধী দলগুলির। একই সঙ্গে বিলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও জানিয়েছে সিপিআই(এম)।

এই নির্বাচনী আইনের প্রভাব সুদূরপ্রসারী বলে উল্লেখ করে পলিট ব্যুরো এদিনের বিবৃতিতে অভিযোগ করেছে, আলোচনার জন্য সময়ই দেওয়া হয়নি সাংসদদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাংসদদের সংশোধনী আনারও অনুমতি দেওয়া হয়নি। এভাবে সংসদীয় বিধি এবং প্রক্রিয়াকে গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে। এদিন সকালে বিলটিকে খুঁটিয়ে দেখার জন্য সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানো নিয়ে আলোচনা হয়। সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়ে সরকারপক্ষ মধ্যাহ্নভোজের পর অতিরিক্ত কার্যসূচি এনে বিলটিকে তড়িঘড়ি পাশ করিয়ে নেয়।

পলিট ব্যুরো মনে করে, এই বিলের দু’টি বিপজ্জনক দিক রয়েছে। প্রথমত, ভোটের গোপনীয়তা রক্ষার জন্য যে গোপন ব্যালট নীতি, তা খর্ব করা হয়েছে। দ্বিতীয়ত, ভোটারের গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারকেও কেড়ে নেওয়া হচ্ছে।

একারণেই রাজ্যসভায় বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।