৫৯ বর্ষ ৪৫ সংখ্যা / ২৪ জুন, ২০২২ / ৯ আষাঢ়, ১৪২৯
রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হা
নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা। ২১ জুন বিরোধী দলগুলির বৈঠক থেকে যশবন্ত সিনহার নাম স্থির হয়। তাঁর নাম রাষ্ট্রপতিপদের প্রার্থী হিসেবে ঘোষণার পর শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রোপদী মুর্মুর নাম ঘোষণা করা হয়। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন বিরোধী নেতাদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতিপদে সর্বসম্মত প্রার্থীর নাম স্থির করার জন্য সরকারের তরফ থেকে কোনও উদ্যোগ দেখা যায়নি। অথচ দেশের সর্বোচ্চ পদের জন্য একমত হয়ে একজনকে বেছে নেবার জন্য সরকারেরই উচিত আন্তরিক উদ্যোগ নেওয়া। এই পরিস্থিতিতে যশবন্ত সিনহার নাম বিরোধীরা বেছে নিয়েছেন। তিনি বিভিন্ন পদে দীর্ঘ সময়ে কাজ করেছেন। প্রশাসক হিসাবে, দক্ষ সাংসদ হিসাবে কেন্দ্রের অর্থ ও বিদেশমন্ত্রকের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সাধারণতন্ত্রের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক চরিত্র তুলে ধরতে, সংবিধানের মূল্যবোধ রক্ষায় তিনি সক্ষম হবেন। বস্তুত বিরোধী নেতারা দেশের সব রাজনৈতিক দলের কাছেই সিনহাকে সমর্থনের আবেদন জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিজেপি সরকার প্রতিশ্রুতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, রাজ্যপালের পদ ও অন্যান্য প্রতিষ্ঠানকে বিরোধী দল ও বিরোধী দলের রাজ্য সরকারগুলির বিরুদ্ধে ব্যবহার করছে। রাষ্ট্রপতিপদে প্রার্থী নিয়ে বিরোধীদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে, তা আগামীদিনেও বিরোধী ঐক্য গড়ে তোলার প্রক্রিয়াকে তরান্বিত করবে।
অপরদিকে রাষ্ট্রপতিপদে এনডিএ জোট প্রার্থী দ্রোপদী মুর্মু ওডিশায় বিজেপি-বিজেডি জোট সরকারে চার বছর মন্ত্রী ছিলেন। পরে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল।