E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ১৫ সংখ্যা / ২৪ নভেম্বর, ২০২৩ / ৭ অগ্রহায়ণ, ১৪৩০

সলিল সমারোহ


১৯ নভেম্বর তাঁর ৯৮তম জন্মবর্ষ পূর্ণ হয়েছে। কিন্তু আগামী দু’বছর ধরে চলবে সলিল চৌধুরির সৃষ্টিকে সামনে রেখে রাজ্যজুড়ে অবিরাম পথ চলা থেকে গানে গল্পে কবিতায় নাটকে মানুষকে জাগানোর কাজ। সেই লক্ষ্যেই ২০ নভেম্বর শ্যামবাজার মণীন্দ্র কলেজ চত্বর থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিল আয়োজিত হয়।

মিছিলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যোগ দেন। এঁদের মধ্যে ছিলেন, হিরণ্ময় ঘোষাল, কঙ্কণ ভট্টাচার্য, শুভপ্রসাদ নন্দী মজুমদার, কল্যাণ সেন বরাট, অসীম বন্দোপাধ্যায়, বিমল চক্রবর্তী, অঞ্জন বেরা, পীযূষ ধর, পীযূষ সরকার, দিলীপ কর, আশিস দেব, অরিন্দম চট্টোপাধ্যায়, মিত্রা সেন মজুমদার, অমল গুহ, দিব্যেন্দু চট্টোপাধ্যায়, অদ্রিজা দাশগুপ্ত, কুন্তল মুখোপাধ্যায়, সঙ্গীতা রায়চৌধুরী প্রমুখ। ২ দিনব্যাপী উৎসব শুরু হয় এদিন।