E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ১৫ সংখ্যা / ২৪ নভেম্বর, ২০২৩ / ৭ অগ্রহায়ণ, ১৪৩০

রাজস্থানে বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) প্রার্থীদের সভায় ব্যাপক সাড়া


বিকানিরের ডুঙ্গারগড় কেন্দ্রের নির্বাচনী সমাবেশ।

নিজস্ব সংবাদদাতাঃ ঐতিহাসিক কৃষক আন্দোলনের দাবি আদায়ের মধ্য দিয়ে জয়ের পর রাজস্থানে বিধানসভার প্রথম নির্বাচন এবার। এখানে সিপিআই(এম) প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭টি আসনে। থিকথিকে ভিড়ে ঠাসা সিপিআই(এম)’র সভা আর মিছিলে কার্যত লালঝান্ডার মহাপ্লাবন বইছে। লালঝান্ডার প্রার্থীদের ভোট প্রচারে উঠে আসছে কৃষকসহ সাধারণ মানুষের দুর্দশার ইস্যুগুলি। শুধু ইস্যু নয়, উঠে আসছে ইস্যুর ভিত্তিতে বিধানসভার ভিতরে-বাইরে লড়াই এবং বিকল্পের কথা। প্রচারে বক্তব্য রাখছেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত, সুভাষিণী আলি প্রমুখ। কর মকুব, সুলভ বিজলি, সারের দাম কমানোর মতো দাবি উত্থাপন করার প্রেক্ষিতে মিটিং-মিছিলে মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন সিপিআই(এম) প্রার্থীরা। গত বিধানসভা নির্বাচনে দু’টি আসনে জিতেছিলেন সিপিআই(এম) প্রার্থীরা।

২২ নভেম্বর রাজস্থানের ভাদ্রে-তে সিপিআই(এম) প্রার্থী বলওয়ান পুনিয়ার সমর্থনে আয়োজিত সমাবেশে কেন্দ্রের আরএসএস-বিজেপি পরিচালিত মোদি সরকারের জনবিরোধী নীতির জন্যই আজ দেশের এই হাল বলে অভিযোগ করেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, নেতাদের নয়, নীতি পরিবর্তনের জন্য ভোটের প্রয়োজন। নয়া উদারনৈতিক অর্থনৈতিক নীতির কারণে কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের সর্বনাশ বন্ধ করতে হলে নীতি পরিবর্তনের সংগ্রাম আরও তীব্র করতে হবে। তাই এই সংগ্রামকে আরও তীব্র করতে শ্রমিক ও কৃষকদের উচিত সিপিআই(এম)’র লড়াকু ও সৎ প্রার্থীদের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সাধারণ মানুষের কণ্ঠকে রাজ্য বিধানসভায় পৌঁছে দেওয়া। ইয়েচুরি একই সঙ্গে রাজ্যের কংগ্রেস সরকারের নীতিরও কঠোর সমালোচনা করেন। তিনি পুঁজিবাদী দলগুলির নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের স্বার্থে বিকল্প নীতির রূপায়ণের লড়াই সংগ্রামে সদা সক্রিয় কমিউনিস্ট প্রার্থীদের ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, লড়াকু, সৎ জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তাঁরা দৃঢ়তার সঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রের দাবিগুলিকে বিধানসভায় তুলে ধরবেন। এমনকী জনগণের স্বার্থে জনবিরোধী নীতির পরিবর্তন আনারও চেষ্টা চালাবেন। বামপন্থী প্রার্থীরা বিধানসভার ভিতরে ও বাইরে এবং রাস্তায় জনগণের সঙ্গে লড়াই করে কৃষক, শ্রমিক এবং সাধারণ জনগণের স্বার্থে বিকল্প নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

বিজেপি’র ‘অমৃতকাল’ ধোঁকা, সাধারণ জনতার জন্য প্রকৃত অমৃতকাল আনতে পারেন একমাত্র লাল ঝান্ডার প্রতিনিধিরাই। ২১ নভেম্বর রাজস্থানের সিকর জেলায় এক বিশাল নির্বাচনী জনসমাবেশে এই কথা বলেছেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন দাঁতারামগড় কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অমরা রামের সমর্থনে জনসভা ডাকা হয়েছিল দাঁতায়। সেখানে সীতারাম ইয়েচুরি ছাড়াও অমরা রাম এবং পার্টি নেতা পেমা রাম বক্তব্য রাখেন। এদিনই বিকানীর জেলার শ্রীডুঙ্গারপুর কেন্দ্রে সুবিশাল সমাবেশ শেষে মিছিল হয়।