E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৭ সংখ্যা / ২৪ সেপ্টেম্বর, ২০২১ / ৭ আশ্বিন, ১৪২৮

কমরেড সরস্বতী মিস্ত্রীর জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) নদীয়া জেলা কমিটির সদস্যা, পার্টির সর্বক্ষণের কর্মী কমরেড সরস্বতী মিস্ত্রী ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। দুপুর পৌনে ৩টে নাগাদ কল্যাণী জেএনএম হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। গত প্রায় এক মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। বয়স হয়েছিল ৪৭। ১৭ সেপ্টেম্বর পলাশী শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর ইচ্ছানুসারে দু’টি চোখ হাসপাতাল সংগ্রহ করে।

যুব আন্দোলনের মধ্যে দিয়ে তিনি ২০০৪ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন। তিনি ডিওয়াইএফআই’র তেহট্ট লোকাল, জোনাল কমিটির নেত্রী হিসাবে ভূমিকা পালন করেছেন। সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যাও ছিলেন। পরে গণতান্ত্রিক মহিলা সমিতির জেলার সংগঠক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পার্টির তেহট্ট লোকাল কমিটি, তেহট্ট জোনাল কমিটির সদস্যা ছিলেন। বর্তমানে তিনি তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটি এবং নদীয়া জেলা কমিটির সদস্যা ছিলেন।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে। তিনি প্রয়াত কমরেডের পরিবার,পরিজন,সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পার্টির কল্যাণী এরিয়া দপ্তরে মরদেহ নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা সম্পাদক সুমিত দে তাঁর মরদেহে রক্তপতাকা বিছিয়ে দেন। তিনি ছাড়াও শান্তনু ঝাঁ, সোমেশ কংসবণিক, বিশ্বনাথ গুপ্ত প্রমুখ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ শ্রদ্ধা জানান। তারপর মরদেহ নিয়ে তেহট্টের উদ্দেশ্যে রওনা দেয়। পথ মধ্যে একাধিক জায়গায় তাঁকে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান পার্টি নেতৃবৃন্দ সহ অসংখ্য গুণমুগ্ধরা। রাত্রি ৯টা নাগাদ তাহেরপুরে পার্টি তাহেরপুর এরিয়া কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সুকুমার চক্রবর্তী, সুপ্রতীপ রায়সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মাল্যদান করেন। রাত ১০টা নাগাদ কৃষ্ণনগরে পার্টি জেলা দপ্তরে বেশ কিছুক্ষণ মরদেহ শায়িত রাখা হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান রমা বিশ্বাস, এসএম সাদী, অশোক ব্যানার্জি, সামসুল ইসলাম মোল্লা, সুমিত বিশ্বাস প্রমুখ। জেলা দপ্তর থেকে পার্টি তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির কার্যালয়ের সামনে ও শেষে শ্যামনগর পার্টি শাখা দপ্তরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়।

পার্টির নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সম্পাদক সুমিত দে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার জেলার সর্বত্র পার্টি পতাকা অর্ধনমিত রাখা হয়।