E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬১ বর্ষ ৩ সংখ্যা / ২৫ আগস্ট, ২০২৩ / ৭ ভাদ্র, ১৪৩০

ত্রিপুরা, কেরালা, পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী


নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৫ সেপ্টেম্বর ত্রিপুরার দু’টি এবং পশ্চিমবঙ্গ ও কেরালার একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই সব’কটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই(এম)। ত্রিপুরার বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী যথাক্রমে মিজান হোসেন এবং ধনপুরে কৌশিক চন্দ। বক্সনগর কেন্দ্রের প্রার্থী মিজান হোসেন ডিওয়াইএফআই-র রাজ্য কমিটির সদস্য এবং এই কেন্দ্রের প্রয়াত সিপিআই(এম) বিধায়ক কমরেড শামসুল হকের ছেলে। গত ১৯ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল।

গত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধনপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৌশিক চন্দ। শহিদ পরিবারের সন্তান কৌশিক চন্দ সিপিআই(এম) কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক।

অন্যদিকে গত বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। জয়ী হওয়ার পর তিনি পদত্যাগ করায় এই আসনটিও শূন্য হয়।

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী এই দুই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দাবি জানানোর পাশাপাশি বিজেপি বিরোধী সমস্ত ভোট বামফ্রন্টের প্রার্থীর পক্ষে একত্রিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে ত্রিপুরা বিধানসভার ২টি আসনের উপনির্বাচনে বিজে‍‌পি যাতে বিরোধীদের ভোট ভাগাভাগির সুযোগ নিতে না পারে সেই আবেদন জানিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ১৬ আগস্ট এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, জাতীয় স্তরে বিজেপি বিরোধী যে মঞ্চ হয়েছে, সেই ‘ইন্ডিয়া’ মঞ্চকে শক্তিশালী করার জন্য সর্বভারতীয় কংগ্রেসের তরফে নির্দেশ রয়েছে। প্রদেশ কংগ্রেসও উপনির্বাচনে সেই লক্ষ্যকে সফল করার জন্য প্রার্থী দেয়নি। রাজ্যের প্রধান বিরোধীদল তিপ্রামোথা এই উপনির্বাচনে প্রার্থী না দিলেও তাদের অবস্থান স্পষ্ট করেনি।

কেরালার পুথুপল্লি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলডিএফ-র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিওয়াইএফআই নেতা জ্যাক সি থমাস। তিনি সিপিআই(এম) কোট্টায়াম জেলা কমিটির সদস্য। এর আগে গত দু’টি বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত পুথুপল্লি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ওমেন চণ্ডী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি এখান থেকেই প্রতিনিধিত্ব করেছেন। গত জুলাই মাসে তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। এবারে তাঁর পুত্রকে কংগ্রেস প্রার্থী করেছে।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগু‍ড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের একজন জনপ্রিয় শিল্পী। তিনি রাজবংশী ভাষা নিয়ে চর্চা ও গবেষণা করছেন। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। যুব আন্দোলনের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পর্টির সংস্পর্শে এসেছেন। কংগ্রেস এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন জানিয়েছে। দলের পক্ষ থেকে যৌথ প্রচারে তাঁরা অংশ নিচ্ছেন। বিগত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।