E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৪৫ সংখ্যা / ২৫ জুন, ২০২১ / ১০ আষাঢ়, ১৪২৮

বিশিষ্ট সাহিত্যিক গবেষক আজহারউদ্দিন খানের জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ বিশিষ্ট সাহিত্যিক, গবেষক আজহারউদ্দিন খান ২২ জুন, মঙ্গলবার মধ্যরাতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন। কিন্তু লেখনী চলছিল অবিরত। তাঁর প্রয়াণে অবিভক্ত মেদিনীপুর সহ দুই বাংলাজুড়ে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক জগতের শোকের ছায়া নেমে আসে।

মেদিনীপুর শহরের মীরবাজারে ১৯৩০ সালের পয়লা জানুয়ারি আজহারউদ্দিন খানের জন্ম। সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক। পেশায় গ্রন্থাগারিক হলেও নেশায় ছিলেন সাহিত্য সমালোচক ও একনিষ্ঠ সংগঠক। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ - বাংলা সাহিত্যে নজরুল, বাংলা সাহিত্যে মোহিতলাল, বাংলা সাহিত্যে মুহম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যে মুহম্মদ আবদুল হাই, দীপ্ত আলোর বন্যা, রক্তে রাঙানো দিন। এছাড়া সম্পাদনা করেছেন বঙ্কিমচন্দ্রঃ অন্য ভাবনায়, মোহিতলালের পত্রগুচ্ছ, বিদ্যাসাগর স্মারকগ্রন্থ, প্রত্যহ নবীন, শেকড়ের খোঁজে, মোহিতলালের পত্রগুচ্ছ প্রভৃতি। বাংলাদেশ সহ বহু সংস্থার পক্ষ থেকে তিনি সংবর্ধিত হয়েছেন।

তিনি ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি। আমৃত্যু এই সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ও রাজ্য সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। ২৩ জুন সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর বাড়িতে গিয়ে বহু মানুষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনেকেই । তাঁর প্রয়াণে অখণ্ড মেদিনীপুর ও দুই বাংলা হারালো এক মহান নজরুল গবেষক ও লেখককে। কমিউনিস্ট ভাবধারায় নিজের কাজের জগৎকে একাত্ম করেছিলেন আজহারউদ্দিন খান। নজরুল গবেষক হিসাবে তাঁর পরিচয় সমধিক। সাহিত্য কৃতিতে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের নজরুল পুরস্কার পেয়েছেন আজহারউদ্দিন খান। তিনি ছিলেন বাংলা সাহিত্যের ‘এনসাইক্লোপিডিয়া’।

পশ্চিমবঙ্গের প্রগতিশীল লেখক শিল্পীদের অগ্রণী নেতা ও পথপ্রদর্শক আজাহারউদ্দিন খানের প্রয়াণে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পক্ষ থেকে গভীর শোকজ্ঞাপন করা হয়েছে। ২৩ জুন, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।