৫৯ বর্ষ ৩২ সংখ্যা / ২৫ মার্চ, ২০২২ / ১০ চৈত্র, ১৪২৮
তৃণমূলের সন্ত্রাস মোকাবিলা করেই রাজ্যে বামপন্থীদের অগ্রসর হতে হবে
তাহেরপুরে বিজয় সমাবেশে বিমান বসু
তাহেরপুরে বিজয় সমাবেশে বলছেন বিমান বসু।
নিজস্ব সংবাদদাতাঃ সন্ত্রাস ছাড়া তৃণমূলের অস্তিত্ব থাকতে পারে না। সন্ত্রাসের মোকাবিলা হলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তাহেরপুর পুর নির্বাচন তার প্রমাণ। তাহেরপুর পৌর নির্বাচনে বামফ্রন্টের বিজয় উপলক্ষে ২০ মার্চ, রবিবার এক বিশাল সমাবেশে একথাগুলি বলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য বিমান বসু। তাহেরপুর পৌর বামফ্রন্ট আহূত তাহেরপুর তরুণ সংঘের মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বামফ্রন্টের আহ্বায়ক সুপ্রতীপ রায়।
প্রসঙ্গত, এবারে তাহেরপুর পৌরসভার নির্বাচনে শাসক দলের সন্ত্রাস-ছাপ্পা ভোটের আবহেও মোট ১৩টি আসনের মধ্যে বামফ্রন্ট ৮টি আসনে জয়লাভ করেছে। ১৭ মার্চ পৌরসভার বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত প্রতিনিধি উত্তমানন্দ দাস। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা শোভা শীল। এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষেও এদিন বিশাল মিছিল সংগঠিত হয়েছে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব এবং রেড ভলান্টিয়ারদের তরফে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়েছে।
২০ মার্চ বিজয় সমাবেশে বিমান বসু বলেন, তাহেরপুরের মানুষ ইতিহাস রচনা করলেন। তাঁদের সেলাম। তিনি বলেন, সন্ত্রাস না হলে তাহেরপুরে বামফ্রন্ট ১১টি আসনে জয়লাভ করত। তাহেরপুরের মহিলাদের নমষ্কার। প্রতিরোধের সামনের সারিতে ছিলেন তাঁরা।
তিনি বলেন, সংগ্রাম আর প্রতিরোধই সঠিক পথ। লুটের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তৃণমূলই তৃণমূলকে খুন করছে। কোথায় নেমে গেছে দেশ এবং রাজ্য! সাধারণ মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ আরও জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের, বামপন্থীদের। তিনি বলেছেন, বিজেপি-আরএসএস তারসঙ্গে তৃণমূল এরপর এখানে যদি গন্ডগোল করতে আসে তাহলে তা রুখে দিতে হবে। বুক চিতিয়ে লড়াই করতে হবে।
এদিনের সমাবেশে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সিপিআই(এম) নদীয়া জেলা কমিটির সম্পাদক সুমিত দে বলেন, প্রতিবাদ আর প্রতিরোধ ছাড়া পথ নেই। তা প্রমাণ করলেন তাহেরপুরের মানুষ। বুথ সংগঠন সচল করে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে। পৌরসভাকে আরও গতিশীল হতে হবে।
সভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল আর বিজেপি'র মধ্যে কোনো প্রভেদ নেই। উভয়ের মালিক এক। তৃণমূল খুনের রাজনীতি করে। এই কারণেই ২০১৯ সালে তাহেরপুর সংলগ্ন বাদকুল্লাতে বাবুলাল বিশ্বাসকে খুন করে তৃণমূল। কিন্তু এই এলাকার মানুষকে ভয়ে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যায়নি। এ জয় বাবুলালের হত্যার জবাব।
এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুকুমার চক্রবর্তী, পার্টি নেতা প্রদীপ দাস, আরএসপি নেতা সুকুমার দত্ত প্রমুখ।
এদিন সমাবেশ মঞ্চে নির্বাচনের দিন বুথ রক্ষা করতে গিয়ে আক্রান্ত ১৪জন, মিথ্যা মামলায় জেল ফেরত দু'জন এবং মিথ্যা মামলায় অভিযুক্ত ১২জনকে এবং নবনির্বাচিত চেয়ারম্যান উত্তমানন্দ দাস,ভাইস চেয়ারম্যান শোভা শীল সহ বামফ্রন্ট কাউন্সিলারদের সংবর্ধনা দেওয়া হয়। ক্যান্সার আক্রান্ত হয়েও এই নির্বাচনে পার্টি সদস্য সতীনাথ অসম্ভব পরিশ্রম করেন । তাঁকেও সমাবেশ মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।
নির্বাচনের দিন থেকে তৃণমূলের সন্ত্রাসের কারণে বাড়ি ছাড়া ১১নম্বর ওয়ার্ডের পার্টি কর্মী আলো চৌধুরী ।এদিন সমাবেশ মঞ্চে তাঁকে সংবর্ধনা জানান পার্টির রাজ্য কমিটির সদস্যা রমা বিশ্বাস।
এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস, পার্টি নেতা নেতা এস এম সাদি, সুভাষ চক্রবর্তী প্রমুখ।
এদিনের সমাবেশে প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।