E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৩২ সংখ্যা / ২৫ মার্চ, ২০২২ / ১০ চৈত্র, ১৪২৮

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলন - একনজরে


সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। সম্মেলন মঞ্চে নির্বাচিত হয়েছেন ৭৯ জন। একজনকে পরে নেওয়া হবে।

নতুন রাজ্য কমিটির সদস্যরা হলেনঃ

মহম্মদ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য, অমিয় পাত্র, সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, আভাস রায় চৌধুরি, অনাদি সাহু, কল্লোল মজুমদার, সুমিত দে, পলাশ দাশ, শমীক লাহিড়ী, অমল হালদার, সুখেন্দু পাণিগ্রাহী, জীবেশ সরকার, দেবাশিস চক্রবর্তী, দেবলীনা হেমব্রম, রমা বিশ্বাস, অচিন্ত্য মল্লিক, অম্বর মিত্র, সায়নদীপ মিত্র, পুলিন বিহারী বাস্কে, অঞ্জু কর, তাপস সিনহা, অতনু সাহা, সলিল আচার্য, নারায়ণ বিশ্বাস, নিরঞ্জন সিহি, অজিত পতি, রত্না দত্ত, সমন পাঠক, জিয়াউল আলম, দেবব্রত ঘোষ, সোমনাথ ভট্টাচার্য, মৃণাল চক্রবর্তী, রুপা বাগচী, গৌরাঙ্গ চ্যাটার্জি, দিলীপ ঘোষ, গার্গী চ্যাটার্জি, তমসের আলি, মেঘলাল শেখ, রাহুল ঘোষ, অনন্ত রায়, আনোয়ার উল হক, নন্দলাল হাজরা, জামিল ফিরদৌস, মহম্মদ বদরুদোজ্জা খান, তুষার ঘোষ, জামির মোল্লা, হিমাংশু দাস, অভয় মুখার্জি, প্রদীপ রায়, বিলাসীবালা সহিস, কণীনিকা ঘোষ, মধুজা সেনরায়, গৌতম ঘোষ, শ্যামলী প্রধান, সৈয়দ হোসেন, অলকেশ দাশ, পরেশ পাল, সর্বাণী প্রসাদ সাঁতরা, ময়ূখ বিশ্বাস, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমান, কিশোর দাস, তরুণ ব্যানার্জি, মনোদীপ ঘোষ, পার্থ মুখার্জি, সুশান্ত ঘোষ, প্রদীপ সরকার, শেখ ইব্রাহিম আলি, আত্রেয়ী গুহ, ধ্রুবজ্যোতি সাহা, গীতা হাঁসদা, সুদীপ সেনগুপ্ত, নিরাপদ সর্দার, শেখ হাসিনা, উত্তম পাল, শতরূপ ঘোষ। আরেকজন সদস্যকে পরে নেওয়া হবে। এঁদের মধ্যে ৯ জন বিদায়ী রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। ১৪ জন নতুন সদস্য হয়েছেন। মহিলা রয়েছেন ১৪ জন।

পরিচিতি পত্র কমিটির রিপোর্ট

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলনে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন ৪০২ জন এবং সম্মানীয় প্রতিনিধি ও দর্শক মনোনীত হয়েছিলেন যথাক্রমে ১৯ ও ৫৯ জন। পরিচিতি পত্র কমিটির রিপোর্ট অনুযায়ী পরিচিতি পত্র জমা দিয়েছেন ৩৫৯ জন প্রতিনিধি, ১২ জন সম্মানীয় প্রতিনিধি এবং ৫৪ জন দর্শক। এঁদের মধ্যে পুরুষ ছিলেন প্রতিনিধি ৩৬৯ জন, সম্মানীয় প্রতিনিধি ১১ এবং দর্শক ২৮। মহিলা ছিলেন প্রতিনিধি ৪০ জন, সম্মানীয় প্রতিনিধি ১ জন এবং দর্শক ২৫ জন। দর্শক হিসেবে একজন রূপান্তরকামী সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে বয়োজ্যেষ্ঠ প্রতিনিধিদের মধ্যে নিরঞ্জন চ্যাটার্জি (৮১ বছর ১০ মাস), সম্মানীয় প্রতিনিধিদের মধ্যে ননী দে (৯৪ বছর ২ মাস) এবং দর্শকদের মধ্যে তীর্থঙ্কর চ্যাটার্জি (৮৯ বছর ৩ মাস)। সম্মেলনে সর্বকনিষ্ঠ সুব্রত মাহাতো (২৪ বছর ১ মাস)। তিনি সম্মেলনে প্রতিনিধি ছিলেন। সম্মেলনে মোট ২৮২ জন পার্টির সর্বক্ষণের কর্মী ছিলেন। এঁদের মধ্যে ২৬২ জন প্রতিনিধি, ৬ জন সম্মানীয় প্রতিনিধি এবং ১৪ জন দর্শক।

সবচেয়ে বেশিদিন পার্টিজীবন প্রতিনিধিদের মধ্যে বিমান বসু (১৯৫৮), সম্মানীয় প্রতিনিধিদের মধ্যে সুবোধ দে (১৯৫১) এবং দর্শকদের মধ্যে শংকর মুখার্জি (১৯৬৯)। সম্মেলনে উপস্থিতদের মধ্যে সবচেয়ে বেশি রাজ্য সম্মেলনে যোগ দিয়েছেন বিমান বসু, এই রাজ্য সম্মেলন ছাড়া তিনি ১৬টি রাজ্য সম্মেলনে যোগ দিয়েছেন। এছাড়াও সম্মানীয় প্রতিনিধিদের মধ্যে ননী দে ১৫টি রাজ্য সম্মেলনে যোগ দিয়েছেন।

রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় অভিযুক্ত ছিলেন প্রতিনিধিদের মধ্যে ২৫৪ জন, সম্মানীয় প্রতিনিধিদের মধ্যে ৪জন এবং দর্শকদের মধ্যে ১৭ জন। রাজনৈতিক কারণে জেলে গেছেন ৯৯ জন প্রতিনিধি, ৫ জন সম্মানীয় প্রতিনিধি এবং ৯ জন দর্শক। সর্বোচ্চ কারাবাস করেছেন প্রতিনিধি কান্তি গাঙ্গুলি, ২ বছর ৬ মাস। পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আত্মগোপন করেছেন ৮১ জন প্রতিনিধি, ৫ সম্মানীয় প্রতিনিধি এবং ৭ জন দর্শক। বিগত তিন বছরে রাজনৈতিক কারণে আক্রান্ত হয়েছেন এরকম ১৫৫ জন (১৪১ জন প্রতিনিধি এবং ১৪ দর্শক) সম্মেলনে উপস্থিত ছিলেন।