৫৮ বর্ষ ৭ম সংখ্যা / ২৫ সেপ্টেম্বর ২০২০ / ৮ আশ্বিন ১৪২৭
পূর্বা দাম-এর জীবনাবসান
বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী পূর্বা দাম-এর জীবনাবসান হয়েছে। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসভবনে হৃদরোগে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সুচিত্রা মিত্রের ৯৬ তম জন্মদিনে তাঁর প্রিয় শিষ্যা পূর্বা দাম এর জীবনাবসানে সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে।
১৯৩৫ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশের পাবনায় মামার বাড়িতে তাঁর জন্ম হয়। পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন। মাত্র ১২ বছর বয়সে সুচিত্রা মিত্রের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা শুরু। বিবাহসূত্রে পূর্বা সিংহ পূর্বা দাম নামে সমধিক পরিচিত হন। তাঁর সংগীতে সুচিত্রা মিত্রের প্রভাব থাকলেও গায়কীর নিজস্বতায় তিনি ছিলেন উজ্জ্বল। আটের দশক থেকেই সংগীতশিল্পী হিসেবে তাঁর পরিচিতি ব্যাপ্তি পেতে শুরু করে।তোমার তরী বাওয়া, সীমার মাঝে অসীম তুমি, মধুর রুপে বিরাজো প্রমুখ তাঁর উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত সংকলন।
তিনি ছিলেন আকাশবাণী ও দূরদর্শন-এর নিয়মিত শিল্পী। শিক্ষয়িত্রী সুচিত্রা মিত্রের প্রতিষ্ঠান ‘রবিতীর্থ’র অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের সংগীত সম্মান অর্জন করেন তিনি। সুচিত্রা মিত্র ছাড়াও সান্নিধ্য পেয়েছেন মায়া সেন ও কৃষ্ণা চট্টোপাধ্যায়ের। ভারতের প্রথম বাঙালি অর্থমন্ত্রী শচীন চৌধুরী ছিলেন তাঁর ঘনিষ্ঠ আত্মীয়। শিল্পীর অগ্রজ সুরজিৎ সিংহ ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নৃতত্ত্ববিদ। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায় শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ১৯ সেপ্টেম্বর গড়িয়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারে স্বামী অরুণ দাম ও একমাত্র কন্যা কোয়েলী রয়েছেন।