E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৭ম সংখ্যা / ২৫ সেপ্টেম্বর ২০২০ / ৮ আশ্বিন ১৪২৭

কৃষকদের আন্দোলনের প্রতি রাজ্যের বামপন্থী দল ও গণসংগঠনগুলির সংহতিজ্ঞাপন


নিজস্ব প্রতিনিধিঃ সংসদীয় রীতিনীতিকে ধ্বংস করে সংসদের অভ্যন্তরে কৃষি সংক্রান্ত যে তিনটি বিল পাশ করানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গের ১৬টি বামপন্থী ও সহযোগী দল। গত ২১ সেপ্টেম্বর এই দলগুলির বৈঠক শেষে এক বিবৃতিতে বিমান বসু জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর কৃষক সংগঠনগুলি এরাজ্যে যে বিক্ষোভ ও রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছে, ১৬টি বাম ও সহযোগী দলের পক্ষ থেকে সেই কর্মসূচিকে সমর্থন জানানো হয়েছে।

এছাড়া কলকাতা শহরে ২৫ সেপ্টেম্বর ট্রেড ইউনিয়ন ও অন্যান্য গণসংগঠন বিকেল পাঁচটায় ধর্মতলার লেনিন মূর্তির সামনে জমায়েত হয়ে যে মিছিলের আহ্বান করেছে, তাকেও ১৬টি বাম ও সহযোগী দলের পক্ষ থেকে সমর্থন করে কর্মসূচিতে শামিল হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এই বিবৃতিতে বলা হয়েছে, আজ ১৬টি বামপন্থী ও সহযোগী দলসমূহের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুখ্য আলোচ্যসূচি ছিল সংসদীয় রীতিনীতিকে ধ্বংস করে সংসদের অভ্যন্তরে কৃষি সংক্রান্ত তিনটি বিল পাশ সম্পর্কে। ফলত কৃষকেরা ফসলের এখনো যেটুকু দাম পেতে পারতেন তা হরণ করা হবে। একই সঙ্গে অত্যবশ্যকীয় পণ্য আইন হিসাবে যা ছিল তা রদ করায় দাম নির্ধারণের দণ্ডমুণ্ডের কর্তা হবেন বড়ো বড়ো কর্পোরেট ও ব্যবসায়ী মহল। ফলে কৃষকদের কর্পোরেটের ধার্য করা দামের ওপরে নির্ভর করতে হবে এবং কৃষকের অভাবী বিক্রয় আরও বাড়বে। অন্যদিকে লোকসভায় বিল পাশ হবার পরে রাজ্যসভায় যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের পার্লামেন্টের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি নস্যাৎ করে ধ্বনিভোটে পাশ করানো হয়েছে তা ন্যক্কারজনক। এর বিরুদ্ধে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখা রাজ্যের জেলায় জেলায় সর্বত্র, গঞ্জ, বাজার এলাকায় কৃষকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধের কর্মসূচির কথা ঘোষণা করেছে। এই কর্মসূচিকে এরাজ্যের সমস্ত ট্রেড ইউনিয়ন সংগঠন সমর্থন জানিয়েছে। আজ ১৬টি বামপন্থী ও সহযোগী দলের সভায় এই কর্মসূচিকে সফল করার আবেদন জানা‍‌নো হয়েছে। একই সঙ্গে ১৬ দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে ২৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে আবেদন জানানো হচ্ছে।

এদিন সিপিআই(এম), সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই(এম এল) লিবারেশন, আরসিপিআই, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক, ওয়ার্কার্স পার্টি, ভারতীয় বলশেভিক পার্টি, পিডিএস, সিপিআই(এম এল), সিআরএলআই, সিপিবি, এনসিপি, আরজেডি এবং এলজেডি দলের পক্ষ থেকে এ‍‌ই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

কৃষকদের আন্দোলনের পাশে বিভিন্ন গণসংগঠন

কেন্দ্রের কৃষক ও জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বরের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে এরাজ্যের শ্রমিক, মহিলা এবং ছাত্র-যুব সংগঠনগুলিও।

সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, এইচএমএস, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি, ১২ই জুলাই কমিটি, ব্যাঙ্ক ফেডারেশন, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর অনাদি সাহু এক বিবৃতিত জানিয়েছেন, রাজ্যের শ্রমিক সংগঠনগুলি আলোচনার মাধ্যমে আজ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর কৃষক সংগঠনগুলির ডাকা সর্বভারতীয় প্রতিবাদ দিবসে রাজ্যের কৃষক সংগঠনগুলির সাথে সর্বত্র প্রতিবাদে শামিল হবে এবং সক্রিয়ভাবে প্রতিবাদে অংশগ্রহণ করবে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত কৃষক ও খেতমজুর সংগঠন এই আন্দোলনে শামিল হতে রাজ্যের শ্রমিক সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছে। সারা রাজ্যে শ্রমিকরা কৃষকদের সাথে জেলায় জেলায় আন্দোলনে শামিল হবেন এবং ওই দিন কৃষকদের আন্দোলনের সমর্থনে কলকাতায় বিকাল পাঁচটায় ধর্মতলায় লেনিন মূর্তির নিচে শ্রমিক-কর্মচারী, বস্তিবাসী, ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবীসহ সমাজের সর্বস্তরের প্রতিবাদী মানুষ জমায়েত করে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, অগ্রগামী মহিলা সমিতি, নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘ এবং সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি প্রভৃতি মহিলা সংগঠন। এই সংগঠনগুলির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের সকলের অন্নের জোগান দিতে যে কৃষক, খেতমজুররা প্রাণপাত পরিশ্রম করেন, তাঁদের সর্বনাশের চেষ্টা কখনোই মুখ বুজে মেনে নেবেন না এরাজ্যের মহিলা সমাজ। তাই দেশের কৃষক ও খেতমজুরদের প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের পাশে থাকবেন মহিলারা। একইসাথে মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষকে এই কালা আইনগুলির বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।