E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৩ সংখ্যা / ২৬ আগস্ট, ২০২২ / ৯ ভাদ্র, ১৪২৯

১২৫তম সংবিধান সংশোধনী -

পদক্ষেপ নেওয়ার আশ্বাস রাষ্ট্রপতির


নিজস্ব সংবাদদাতাঃ ১২৫তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পাশ করানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দি‍‌য়েছেন রাষ্ট্রপতি। জিএমপি’র সভাপতি, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের জাতীয় আহ্বায়ক জীতেন্দ্র চৌধুরীকে এই আশ্বাস দিয়েছেন তিনি। গত ২০ আগস্ট রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেওয়ার পর জীতেন্দ্র চৌধুরী এই খবর জানি‍‌য়েছেন।

জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে ১১ জনের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলেন। প্রতিনিধিদলে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাতও ছিলেন। জীতেন্দ্র চৌধুরী জানান, স্মারকলিপি প্রদানের মূল বিষয় ছিল মোদি সরকার সম্প্রতি বনসংরক্ষণ আইনে যে সংশোধনী এনেছে তার উপর রাষ্ট্রপতির হস্তক্ষেপের জন্য। বনাঞ্চলে যুগ যুগ ধরে বসবাসকারী দেশের লক্ষ লক্ষ আদিবাসী পরিবাবকে বনাধিকার আইনে পাট্টা থেকে বঞ্চিত করে করপোরেটদের বন ও প্রাকৃতিক সম্পদ লুট করতে সুবিধা করে দেওয়ার লক্ষ্যেই এই সংশোধনী। এর ফলে দেশের লক্ষ কোটি টাকার সম্পদ লুট হবে। দ্রুত নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। লক্ষ লক্ষ আদিবাসী পরিবার তাদের চিরাচরিত বাসভূমি থেকে উচ্ছেদ হবে।

সাক্ষাৎকালে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের ৪টি রাজ্যের ১০টি এডিসি’র হাতে অধিক অর্থ ও ক্ষমতা প্রদানে ১২৫তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পাশ করাতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নিতে তাঁর কাছে জোরালো দাবি জানান জীতেন্দ্র চৌধুরী। তিনি রাষ্ট্রপতিকে জানান, বিগত ৪ বছরের বেশি সময় ধরে সংসদের হিমঘরে ১২৫তম সংবিধান সংশোধনী বিল ফেলে রেখেছে কেন্দ্রীয় সরকার। জীতেন্দ্র চৌধুরীর কথা রাষ্ট্রপতি মনযোগ দিয়ে শোনেন। এই বিষয়ে সবিস্তারে জেনে পদক্ষেপ নেবেন বলে রাষ্ট্রপতি জিএমপি’র সভাপতিকে আশ্বস্ত করেন বলে জীতেন্দ্র চৌধুরী জানিয়েছেন।