৫৮ বর্ষ ৩২ সংখ্যা / ২৬ মার্চ, ২০২১ / ১২ চৈত্র, ১৪২৭
শিল্পী-বুদ্ধিজীবী-সংস্কৃতি কর্মীদের আহ্বান
ফ্যাসিবাদ ও স্বৈরাচার - দুই বিপদকে রুখতে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করুন
নিজস্ব সংবাদদাতাঃ গণতন্ত্র বিরোধী-স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস এবং উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী শক্তি বিজেপি-কে পরাস্ত করে রাজ্যের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য ও সুস্থ সংস্কৃতি রক্ষায় সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ২২ মার্চ কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তাঁরা। এই বিশিষ্ট ব্যক্তিবর্গের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে - ফ্যাসিবাদ ও স্বৈরাচার - এই দুই বিপদের মুখে বাংলা। অবিলম্বে চাই এমন একটি সরকার, যে সরকার সাধারণ মানুষের জীবন জীবিকার প্রয়োজনে কাজ করবে এবং রাজ্যের সুস্থ, সামাজিক পরিবেশ ফিরিয়ে আনবে। আমাদের মনে হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই কাজ করার ক্ষেত্রে একমাত্র বিকল্প বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তি। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন - সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন।
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন - তরুণ মজুমদার, পবিত্র সরকার, ওয়াসিম কাপুর, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, অসিত বসু, অরুণ মুখোপাধ্যায়, চন্দন সেন (নাট্যকার), মাসুদ আখতার, সুপ্রিয় দত্ত, দেবজ্যোতি মিশ্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, বিদিতা বাগ, মল্লিকা মজুমদার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, চন্দন সেন (অভিনেতা), বাদশা মৈত্র, অম্বিকেশ মহাপাত্র, মানসী সিন্হা, মন্দাক্রান্তা সেন, শুভপ্রসাদ নন্দী মজুমদার, শংকর দেবনাথ, তূর্ণা দাস, মিশকা হালিম, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালোধি, দেবপ্রতিম দাশগুপ্ত (তাজু), জ্যাক, অনিন্দিতা সর্বাধিকারী, অনুজা চট্টোপাধ্যায়, ডঃ সৌমিক দাস, অদিতি মজুমদার, মৈনাক ব্যানার্জি, অভিমন্যু মুখার্জি প্রমুখ।
এদিন সাংবাদিক সম্মেলনে নাট্যব্যক্তিত্ব চন্দন সেন বলেন, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনীতিতে আসতে পারবেন না, এটা হয় না। কিন্তু তার ইতিহাস, ঐতিহ্য, জনসংযোগ, আদর্শ ও গৌরবজনক অধ্যায় থাকা দরকার। সারা বছর কাঁচের ঘরে থেকে ভোটের সময় কোনো একটি দলে ভিড়ে গেলাম কিছু সুবিধা আদায়ের জন্য, আমরা তার ঘোর বিরোধী। আমরা আমফান, আয়লা, লকডাউনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছি, বন্যা, খরা, দুর্ঘটনার মতো বিপদের সময়ে মানুষের পাশে থেকেছি। কোনো ব্যাকগ্রাউন্ডহীন লোককে আমরা চাইনা। তাই আমরা রাজ্যে সংযুক্ত মোর্চার প্রার্থীদের দিকে দিকে জয়ী করার আহ্বান জানাচ্ছি। চিত্র পরিচালক অনীক দত্ত বলেন, আগামীদিনে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করা জরুরি।
চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, গভীর সঙ্কটের মধ্যদিয়ে আমরা যাচ্ছি। একদল বিভাজন টেনে ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে নষ্ট করছে, অন্যদল বিগত ১০ বছরে তোলাবাজি, পাচার, সিন্ডিকেটরাজ করে রাজ্যের পরিবেশ নষ্ট করছে। এই দুই শক্তি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে রাজ্যকে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পরিবর্তন জরুরি।
অভিনেত্রী মানসী সিন্হা বলেন, আমফান বা লকডাউনের সময়ে মানুষ দেখেছেন, কারা মানুষের পাশে ছিলেন। সরকারি প্রকল্পকে ব্যক্তিগত দাক্ষিণ্য মনে করছেন মমতা ব্যানার্জি। প্রতি মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী পদের অবমাননা করে চলেছেন।
বাদশা মৈত্র বলেন, জঙ্গলমহল সহ রাজ্যজুড়ে মিথ্যাচার করে চলেছেন মমতা ব্যানার্জি। জঙ্গলমহলে বহু বামপন্থী কর্মীর লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতার সিঁড়িতে চড়েছেন মুখ্যমন্ত্রী। সেই সমস্ত অন্যায়ের প্রতিবাদে রাজ্যে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করা জরুরি।
শ্রীলেখা মিত্র বলেন, রাজ্যে কর্মসংস্থানের অবস্থা খুবই করুণ। রাজ্যে কাজের অভাবে তরুণ প্রজন্ম বাইরে চলে যাচ্ছে। এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে পারবে একমাত্র সংযুক্ত মোর্চার সরকার।
ডঃ সৌমিক দাস বলেন, বামপন্থী শিল্পীরা তারকা নয়, তাঁরা সমাজকর্মী। তাই তাঁরা বছরের ৩৬৫ দিনই থাকেন মানুষের মধ্যে।
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষ তাঁর বক্তব্যে তৃণমূল-বিজেপি’র মিথ্যাচার ও নির্বাচনী প্রতিশ্রুতির ভাঁওতার কথা তুলে ধরেন।
এদিনের সাংবাদিক সম্মেলনের সূচনায় একটি প্রস্তাবনা পাঠ করেন অভিনেতা চন্দন সেন। কবি মন্দাক্রান্তা সেন তাঁর কবিতার ইস্তাহার প্রকাশ করেন। সঞ্চালনা করেন অভিনেতা বিমল চক্রবর্তী।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, দেবপ্রতিম দাশগুপ্ত, সুপ্রিয় দত্ত, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালোধি, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র প্রমুখ।
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ এবং ভারতীয় গণনাট্য সঙ্ঘ-র পক্ষ থেকে প্রকাশিত - ‘পশ্চিমবাংলার বুকের পাঁজরে মুক্ত নিঃশ্বাস ফিরিয়ে আনুন’ শীর্ষক এক আবেদনপত্রে আসন্ন নির্বাচনে বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।