E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৬০ বর্ষ ৪১ সংখ্যা / ২৬ মে, ২০২৩ / ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০

কর্ণাটকে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ

মন্ত্রীসভার প্রথম বৈঠকে ৫ নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়ণের ঘোষণা


নিজস্ব সংবাদদাতাঃ ২০ মে কর্ণাটকে নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করেছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এদিন প্রায় হাজার পনেরো মানুষের উপস্থিতিতে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সহ আরও ৮ মন্ত্রী। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের পক্ষ থেকে অধিকাংশ বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এনসিপি প্রধান শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, সিপিআই’র সাধারণ সম্পাদক ‍‌ডি রাজা, অভিনেতা কমল হাসান প্রমুখ।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যত বিরোধী ঐক্যের চিত্র ফুটে ওঠে।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রীসভার প্রথম বৈঠকে কংগ্রেসের পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাসে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের প্রতিমাসে ২,০০০ টাকা, দরিদ্র পরিবারের জন্য প্রতিমাসে ১০ কেজি খাদ্যশস্য, বেকারদের জন্য মাসিক ভাতা ও কর্ণাটকের বাসে মহিলাদের নিখরচায় যাত্রার ঘোষণা করেন। সেই অনুযায়ী গৃহজ্যোতি, গৃহলক্ষ্মী, অন্নভাগ্য, যুবনিধি এবং সখী প্রকল্প রূপায়ণে বছরে ৫০ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ঘোষণা করা হয়।