E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১৫ সংখ্যা / ২৬ নভেম্বর, ২০২১ / ৮ অগ্রহায়ণ, ১৪২৮

তিন কৃষি আইন প্রত্যাহারের বিল আসছে


সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২৯ নভেম্বর। এই অধিবেশনেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ নামে নতুন বিল অনুমোদন করা হবে বলে জানা গেছে। ২৩ নভেম্বর সংসদ অধিবেশনের যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতেই এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য যে, ২০২০-র সেপ্টেম্বরে সংসদে নতুন তিন কৃষি আইন কার্যত আলোচনা ছাড়াই অনুমোদন করা হয়েছিল। জানানো হয়েছে, মোট ২৬টি নতুন বিল এই অধিবেশনে পেশ করা হবে। বিভিন্ন সূত্রে বলা হয়েছে, অধিবেশনের প্রথম দিনেই সরকার কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১ পেশ করতে পারে। সংসদের কার্যসূচি থেকে জানা যাচ্ছে, বিদ্যুৎ বিল প্রত্যাহারের জন্যেও বিল পেশ করার প্রস্তাব রয়েছে।

মোদী সরকার শেষ পর্যন্ত কী করবে তাই নিয়ে সংশয় থাকায় কৃষক আন্দোলন অব্যাহত আছে। ২৬ নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি জোরকদমেই চলছে।