E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৩ সংখ্যা / ২৭ আগস্ট, ২০২১ / ১০ ভাদ্র, ১৪২৮

ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রসঙ্গে পলিট ব্যুরো


ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন (এনএমপি)’র নামে জাতীয় সম্পদের অবাধ লুটের তালিকা তৈরি করা হয়েছে, এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। ২৪ আগস্ট সিপিআই(এম) পলিট ব্যুরো এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের এনএমপি’র তালিকা প্রকাশ সম্পর্কে প্রতিবাদ জানিয়ে একথা বলেছে। ওই বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে এনএমপি প্রকাশ করেছে তাতে দেশের সম্পদ এবং পরিকাঠামো লুটের বিশদ তালিকা রয়েছে। জনগণের সম্পত্তির অবাধ লুণ্ঠন, দৈনিক খরচ সামলানোর জন্য পরিবারের মূল্যবান সম্পদ বিক্রি মোটেই অর্থনৈতিক দিক থেকে বা সাধারণ বোধের পরিচয় দেয় না। বাজার থেকে যখন মুনাফা আসার সম্ভাবনা নেই তখন জলের দরে জাতীয় সম্পদ বেচে দেওয়া হচ্ছে শুধুমাত্র ধান্দার পুঁজিবাদকে মদত জোগানোর জন্য।

সে কারণেই কেন্দ্রের এই উদ্যোগকে ‘ভারত বেচার সরকারি সিলমোহর দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার’ বলে অভিহিত করে এই লুটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানান হয়েছে পলিট ব্যুরোর পক্ষ থেকে।

এ প্রসঙ্গে সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন দেশের সম্পদের দ্বিমুখী লুটের আক্রমণ। সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের সম্পদ বিক্রিতে দুইভাবে লুট হচ্ছে দেশ। একদিকে দেশের সম্পদ সড়ক, রেল লুট করে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, এরপর কর্পোরেট এবারে তাতে নতুন টোল কর ও ট্রেনের ভাড়া চাপিয়ে তার টাকা তুলে জনগণের উপর লুট চালাবে।

এদিন দেশের সম্পদ বিক্রি নিয়ে তিনি আরও বলেন, এই সম্পদ বিক্রি এটাই হলো মোদী সরকারের হিন্দুত্বের পথ। এটাই হলো মোদীর নতুন ভারত। তিনি বলেন, আরএসএস-বিজেপি চায় হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে। তাই তারা গান্ধীজি ও নেহরুর বিরোধিতা করে। গান্ধীজিকে হত্যা করা হয়েছে। এখন তারা সব কিছু ধ্বংস করে হিন্দু রাষ্ট্র করার দিকে এগিয়ে যেতে চাইছে। তারা তাই সব প্রতীক একে একে ধ্বংস করছে...।

সীতারাম ইয়েচুরি বলেছেন, দেশের সামনে এই বিপদ রুখতে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এক হতে হবে। এটাই একমাত্র পথ বিজেপি’র অভিযান রোখার। তিনি বলেন, বিরোধীরা একজোট হয়ে প্রতিবাদ সংগঠিত করেছেন সংসদেও। সেখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে। সংসদে যেমন ১৪টি বিরোধী দল একজোট হয়ে প্রতিরোধ করেছে বিজেপি’র, তেমনি সংসদের বাইরে সমস্ত বিজেপি বিরোধী দলকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।