৬০ বর্ষ ২৪ সংখ্যা / ২৭ জানুয়ারি, ২০২৩ / ১২ মাঘ, ১৪২৯
যথাযোগ্য মর্যাদায় রাজ্যে সুভাষচন্দ্র বসু’র জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবে পালিত
কেন্দ্রীয় নেতাজী জয়ন্তী কমিটির ডাকে মহাজাতি সদন থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল।
২৩ জানুয়ারি দিনটি ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালিত হয়।
মিছিলে রয়েছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদদাতাঃ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৭তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় দেশপ্রেম দিবস হিসাবে পালিত হলো রাজ্যে। এদিন রাজ্য বামফ্রন্টের উদ্যোগে এই উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি সংগঠিত হয়েছে। এদিন কলকাতায় মহাজাতি সদন থেকে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির ডাকে একটি সুবিশাল মিছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মলঙ্গা লেন হয়ে সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছায়। এখানে নেতাজি মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের নেতৃবৃন্দ। তারপর এখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এদিনের সভার সভাপতি ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি তাঁর ভাষণে বলেন, আরএসএস’র রাজনৈতিক মতাদর্শের ঘোরতর বিরোধী ছিলেন সুভাষচন্দ্র বসু। ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসু দীর্ঘদিন কংগ্রেসে থেকে এবং পরবর্তীতে সমাজতান্ত্রিক মতাদর্শের প্রভাবে ফরওয়ার্ড ব্লক নামে রাজনৈতিক দল তৈরি করে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। তাঁর আজাদ হিন্দ বাহিনীর আদর্শে ধর্মনিরপেক্ষতার নিদর্শন ছিল। পরিকল্পনা কমিশন গঠন তাঁর চিন্তাপ্রসূত ছিল, আজকের ভারতে মোদির দল যা নস্যাৎ করছে। তারা এখন শ্যামাপ্রসাদ মুখার্জি, নাথুরাম গডসে, সাভারকরকে দেশভক্ত প্রমাণ করতে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে। আরএসএস প্রধান মোহন ভাগবত কলকাতা এসেছেন নেতাজি সম্পর্কে বিকৃত প্রচার করতে। কিন্তু গান্ধী হত্যাকারীরাই যে ওদের নেতা সেটা ভোলা যাবে না।
সভায় সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, নেতাজির যে লক্ষ্য, আদর্শ ও নীতি, তার সঙ্গে আরএসএস-বিজেপি’র তো বটেই তৃণমূলেরও কোনো মিল নেই। তারাই আজ নেতাজিকে নিয়ে উন্মাদনা তৈরি করতে তৎপর হয়েছে। আরএসএস নেতাজির আদর্শ ও লক্ষ্যকে বিকৃত করতে উঠেপড়ে নেমেছে। নেতাজি দেশের মানুষের ঐক্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব চেয়েছিলেন। আরএসএস-বিজেপি বিভাজনের রাজনীতি করছে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করছে। যারা গান্ধী হত্যার জন্য নাথুরামকে দেবতা বানায়, তারাই আবার নেতাজি-প্রীতি দেখাচ্ছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরেন চ্যাটার্জি, মনোজ ভট্টাচার্য, প্রবীর দেব, কার্তিক পাল প্রমুখ।
এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু’র মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিমান বসু, নেতাজি জয়ন্তী কমিটির সম্পাদক ও ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি, সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, সিপিআই’র রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, আরসিপিআই নেতা সুভাষ রায়, মিহির বাইন, এমএফবি নেতা জয়হিন্দ সিং, ওয়ার্কার্স পার্টির নেতা শিবনাথ সিন্হা, বলশেভিক পার্টির নেতা প্রবীর ঘোষ, সিপিআই(এমএল) লিবারেশন নেতা কার্তিক পাল, পিডিএস নেত্রী অনুরাধা দেব প্রমুখ।