E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ১৫শ সংখ্যা / ২৭ নভেম্বর ২০২০ / ১১ অগ্রহায়ণ ১৪২৭

ফ্রেডেরিখ এঙ্গেলস স্মরণে


২০২০ সালের ২৮ নভেম্বর মহান বিপ্লবী দার্শনিক ফ্রেডেরিখ এঙ্গেলসের জন্মের দ্বিশতবর্ষপূর্তি। গোটা বিশ্বের সাথে আমরাও গত এক বছর ধরে মার্কসবাদী বিশ্ববীক্ষার এই অন্যতম রূপকারের অবদানের বিভিন্ন দিক নিয়ে চর্চা এবং তাঁর বিপ্লবী কর্মকাণ্ডকে স্মরণ করেছি। বর্তমান সংখ্যাতেও কয়েকটি প্রবন্ধের মধ্য দিয়ে আমরা এই মহাজীবনের কিছু দিকের প্রতি আলোকপাত করছি।

১৮২০ সালের ২৮ নভেম্বর প্রুশিয়ার (তৎকালীন জার্মানি) রাইন প্রদেশের বারমেন শহরে এক শিল্পপতি গোঁড়া রক্ষণশীল পরিবারে ফ্রেডেরিখ এঙ্গেলস জন্মগ্রহণ করেন। তিনি বয়সে কার্ল মার্কসের চেয়ে আড়াই বছরের ছোটো ছিলেন। এক উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি বিলাসবহুল আড়ম্বরপূর্ণ জীবনকে গ্রহণ করেননি। পারিবারিক বয়নশিল্পের ব্যবসার কারণে ১৮৪২ সালে বারমেন থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে চলে আসেন এবং খুব কাছ থেকে পুঁজিবাদী সমাজের শ্রমিক শোষণকে প্রত্যক্ষ করেন। এই ম্যানচেস্টারের জীবন তাঁর ভবিষ্যৎ জীবনের চলার পথকে নির্ণয় করে দেয়। ১৮৬৯ সালে পারিবারিক ব্যবসা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বাকি জীবন তিনি নিজেকে শ্রমিকশ্রেণির আন্দোলনে নিয়োজিত করেন।

১৮৪৪ সালে প্যারিসে কার্ল মার্কসের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। শুরু হয় তাঁর সঙ্গে পত্রালাপ। গাঢ় হয় বন্ধুত্ব। এরপর ১৮৮৩ সালে মার্কসের মৃত্যুর আগে পর্যন্ত পরবর্তী চার দশক এই বন্ধুত্বে ছেদ পড়েনি। মতাদর্শগত এবং সাংগঠনিক-প্রতিটি ক্ষেত্রে এই অভিন্নহৃদয় দুই বন্ধু একসাথে একে অপরের পরিপূরক হয়ে পথ চলেছেন। এমনকি মার্কসের মৃত্যুর পর মার্কসের ক্যাপিটাল গ্রন্থের দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশের অসমাপ্ত কাজ তিনি সুসম্পন্ন করেন।

১৮৯৫ সালের ৫ আগস্ট লন্ডনে ফ্রেডেরিখ এঙ্গেলসের জীবনাবসান হয়। তাঁর দীর্ঘ ৭৫ বছরের জীবনে তিনি দর্শন, রাজনীতি, অর্থনীতি ও বিজ্ঞান বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। প্রায় একইসময়ে মার্কস-এঙ্গেলসের মনে দ্বান্দ্বিক বস্তুবাদের বিষয়ে চিন্তার উদ্ভব হয় এবং দর্শনের জগতে এক নতুন বীক্ষার সৃষ্টি হয়।