৫৮ বর্ষ ১৫শ সংখ্যা / ২৭ নভেম্বর ২০২০ / ১১ অগ্রহায়ণ ১৪২৭
কমরেড সৈয়দ বদরুদ্দোজার জীবনাবসান
প্রয়াত হলেন সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য কৃষক নেতা সৈয়দ বদরুদ্দোজা। ফুসফুসে সংক্রমণজনিত অসুখে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২২ নভেম্বর গুসকরায় নিজ বাসভবনে তাঁর জীবনাবসান ঘটে।
কমরেড সৈয়দ বদরুদ্দোজা ছিলেন মঙ্গলকোটের কৃষক আন্দোলনের অগ্রণী সেনানী। তিনি বামপন্থী রাজনীতিতে আসেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। গুসকরা কলেজে ছাত্র আন্দোলনের নেতৃত্বে উঠে আসেন সত্তরের দশকের প্রথমার্ধে। পরে মঙ্গলকোট এলাকার কৃষক আন্দোলনের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত করেন। ১৯৭৮ সালে তিনি সিপিআই(এম)’র সদস্যপদ অর্জন করেন। কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট নিয়ে গঠিত অবিভক্ত কাটোয়া জোনাল কমিটির সদস্য ছিলেন তিনি। পরবর্তীকালে ২০১২ সালে তিনি অবিভক্ত বর্ধমান জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। সারা ভারত কৃষক সভা মঙ্গলকোট এরিয়া কমিটির সম্পাদক ছিলেন তিনি শেষ দিন পর্যন্ত। শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এলাকায়।
কমরেড সৈয়দ বদরুদ্দোজার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী প্রমুখ।
তাঁর মরদেহ কাশেম নগরে সিপিআই(এম) কার্যালয়ে আনা হলে অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। কমরেড সৈয়দ বদরুদ্দোজা জীবনাবসানে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। প্রয়াত কমরেডকে শ্রদ্ধা জানিয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন অচিন্ত্য মল্লিক, দুর্যোধন সর, পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাধনা মল্লিক প্রমুখ।