E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ১৫শ সংখ্যা / ২৭ নভেম্বর ২০২০ / ১১ অগ্রহায়ণ ১৪২৭

কমরেড আব্দার রাজ্জাক মণ্ডলের জীবনাবসান


রাজ্যের কৃষক আন্দোলনের অন্যতম নেতা এবং সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আব্দার রাজ্জাক মণ্ডলের জীবনাবসান হয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি ও সুগারের রোগে ভুগছিলেন। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ২৫ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৪৭ সালের ৫ জুলাই কমরেড আব্দার রাজ্জাক মণ্ডলের জন্ম। পারাজের কাছে রামগোপালপুর স্কুলে তিনি পড়াশোনা করেন। পরে গুসকরা কলেজ থেকে স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইনের স্নাতক ডিগ্রি অর্জন করেন। ধনী কৃষক পরিবারে জন্মগ্রহণ করলেও তৎকালীন কৃষক আন্দোলন ও গণ-আন্দোলনের প্রবাহে তিনি কলেজের ছাত্র ফেডারেশনের কাজে নিজেকে যুক্ত করেছিলেন। ৭০ দশকের সন্ত্রাসের পরিবেশেও গুসকরা কলেজে ছাত্রনেতা হিসেবে তিনি উঠে আসেন। ১৯৬৯-১৯৭০ সালে গুসকরা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯ সালে তিনি পার্টির সদস্য পদ অর্জন করেছিলেন। ১৯৭৩ সালের ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা সম্পাদক হন।

পরবর্তীকালে বর্ধমান কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করলেও পার্টির আহবানে সাড়া দিয়ে সর্বক্ষণের কর্মী হিসেবে আত্মনিয়োগ করেন ১৯৭৭ উত্তর সময়ে। ১৯৮৪ সালে তিনি পার্টির লোকাল কমিটির সম্পাদক, ১৯৯৫ সালে বুদবুদ গলসি জোনাল কমিটি সম্পাদক, এবং জেলা কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে পার্টির অবিভক্ত বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই সময়ে তিনি ধীরে ধীরে পার্টির সাংগঠনিক কাজের পাশাপাশি কৃষকদের মধ্যে কাজ শুরু করেছিলেন। ২০০৬ সালে তিনি জেলা কৃষক সভার সম্পাদক নির্বাচিত হন। তিনি প্রাদেশিক কৃষক সভার সহ-সভাপতি ও সংগঠনের সর্বভারতীয় কমিটির সদস্য ছিলেন। কৃষক ফ্রন্ট ছাড়াও তিনি সমবায় আন্দোলন ও সংগঠন গড়ে তোলার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মার্কসবাদ-লেনিনবাদের প্রতি তাঁর অবিচল আস্থা ও বিশ্বাস ছিল। কৃষক সভার কাজের সঙ্গেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কাজ করতে তিনি পছন্দ করতেন।

কৃষক ও শ্রমজীবী মানুষের ঐক্যসাধনে, গণতন্ত্র রক্ষায়, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তাঁর বিপ্লবী জীবন ধারা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে কমরেড আব্দার রাজ্জাক মণ্ডলের জীবানাবসানের গভীর শোক জানানো হয়েছে। তাঁর স্ত্রী, দুই পুত্র, কন্যা সহ পরিবারের সকল সদস্য এবং সকল শুভানুধ্যায়ীকে সমবেদনা জ্ঞাপন করেছে পূর্ব বর্ধমান জেলা পার্টি। তাঁর জীবনাবসানে পার্টি জেলা দপ্তরে ও তাঁর গ্রামের বাড়িতে শ্রদ্ধা জানানো হয়। কোভিড বিধি মেনে তাঁর মরদেহে পার্টির রক্ত পতাকা দেওয়া হয় ও মাল্যদান করা হয়। শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, সৈয়দ হোসেনসহ পার্টি ও বিভিন্ন গণফ্রন্টের নেতৃত্ব। এছাড়াও পার্টির প্রবীণ নেতা কমরেড মদন ঘোষ শ্রদ্ধা জানান। পারাজে প্রয়াত নেতার দেহ সমাধিস্থ করা হয়।