৫৮ বর্ষ ১৫শ সংখ্যা / ২৭ নভেম্বর ২০২০ / ১১ অগ্রহায়ণ ১৪২৭
আহমদ প্যাটেলের জীবনাবসান
প্রবীণ কংগ্রেস নেতা আহমদ প্যাটেল প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭১। ২৫ নভেম্বর গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতলে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
কংগ্রেসের রাজনৈতিক কৌশলী হিসেবে পরিচিত ছিলেন আহমেদ প্যাটেল। সভানেত্রী সোনিয়া গান্ধীর অন্যতম পরামর্শদাতা হিসেবে দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বহুদিন ধরে। ইউপিএ ক্ষমতায় থাকাকালীন তিনি সরকার এবং দলের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যুতে এক শোকবার্তায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, বিশ্বস্ত সহকর্মী এবং বন্ধুকে হারালাম, এই ক্ষতি অপূরণীয়।
১৯৭৭ সালে ২৮ বছর বয়সে ইন্দিরা গান্ধী তাঁকে লোকসভা ভোটে লড়ার জন্য টিকিট দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের সূত্রপাত গুজরাটের বারুজে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। পরবর্তীকালে তিনি তিনবার লোকসভার সাংসদ এবং পাঁচবার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এদিন এক শোকবার্তায় সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, আহমেদ প্যাটেল একজন আদ্যন্ত কংগ্রেস কর্মী ছিলেন। ভদ্র ও মার্জিত ব্যবহারের জন্য সব দলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। ওঁর মৃত্যু দেশের রাজনীতি এবং সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে বড়ো ক্ষতি।