৫৮ বর্ষ ৩য় সংখ্যা / ২৮ আগস্ট ২০২০ / ১১ ভাদ্র ১৪২৭
কমরেড অজয় ভট্টাচার্য-র জীবনাবসান
নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য, পার্টির সর্বক্ষণের কর্মী কমরেড অজয় ভট্টাচার্য ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৩ বছর। কমরেড ভট্টাচার্য যুব আন্দোলনের মধ্য দিয়ে পার্টির সংস্পর্শে আসেন। সাতের দশকে আধা-ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সাহসী লড়াই স্মরণীয়। ভবানীপুর এলাকায় যুব আন্দোলনের প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তিনি। ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সহসভাপতি ও রাজ্য্ কমিটির সদস্য ছিলেন দীর্ঘ সময়। ১৯৭২ সালে পার্টির সভ্যপদ অর্জন করেন। পূর্বতন পার্টির পদ্মপুকুর পশ্চিম আঞ্চলিক কমিটির সম্পাদক এবং মধ্য-পশ্চিম জোনাল কমিটির সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পার্টির কলকাতা জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করার পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থেকেছেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়েই বাসভবনে যান পার্টিকর্মীরা। তাঁর মরদেহ পার্টির কলকাতা জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে আনা হলে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান পার্টি নেতৃবৃন্দ। মরদেহ ভবানীপুরে পার্টি কার্যালয়ে আনা হলে সেখানেও শ্রদ্ধা জানান পার্টি নেতৃবৃন্দ-কর্মীরা। কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।