৫৯ বর্ষ ২৪ সংখ্যা / ২৮ জানুয়ারি, ২০২২ / ১৪ মাঘ, ১৪২৮
বামফ্রন্ট এবং বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে রাজ্যব্যাপী ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদ্যাপিত
প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষার শপথে কলকাতায় ডিওয়াইএফআই’র উদ্যোগে ট্যাবলো সহ বাইক মিছিল।
নিজস্ব সংবাদদাতাঃ ২৬ জানুয়ারি দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালন করেছে বামফ্রন্ট। ১৯৫০ সালের এই দিনেই স্বাধীন ভারতের সংবিধান চালু হয়েছিল। এদিন ভারতের সংবিধান রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে তুলে ধরতে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলায় কোভিডবিধি মেনেই এই কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন গণসসংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।
এই উপলক্ষ্যে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কলকাতার এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে বর্ণাঢ্য ট্যাবলো সহকারে সংগঠনের পতাকা নিয়ে বাইক মিছিল সংগঠিত হয়। মিছিলটি শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে। এই কর্মসূচিতে সংগঠনের অগণিত কর্মী-সমর্থক অংশ নেন।
৭৩তম সাধারণতন্ত্র দিবস উদ্যাপন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা সদর তমলুকের মানিকতলা মোড়ে শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জেলা বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের নেতা ও কর্মীবৃন্দ। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে শপথ বাক্য পাঠ করান বামফ্রন্টের প্রবীণ নেতা অমৃত মাইতি। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি, নির্মল বেরা, অমৃত মাইতি। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস সহ রীতা দত্ত, মহাদেব মাইতি, সত্যরঞ্জন দাস, গৌতম পন্ডা, চন্দ্রশেখর পাঁজা প্রমুখ।
রক্ষা করো সংবিধান, রক্ষা করো দেশ - এই স্লোগানকে সামনে রেখে ২৬ জানুয়ারি ডিওয়াইএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে বিশাল পদযাত্রা সংগঠিত হয়েছে। শিবপুর পাবলিক লাইব্রেরি থেকে হাওড়া ময়দান সংলগ্ন মল্লিক ফটক পর্যন্ত পদযাত্রায় পা মেলান তিন শতাধিক যুবক-যুবতী। পদযাত্রায় অংশ নেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, জেলা সম্পাদক সরোজ দাস ও সভাপতি সুভাষ দে।
এদিন সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জ ঘড়ি মোড়ে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, মানুষের সার্বিক স্বার্থে শপথবাক্য পাঠ করান পার্টিনেতা ভানুকিশোর সরকার। পার্টি নেতা অপূর্ব পাল, উত্তম পাল, তীর্থ দাস সহ ছাত্র, যুব, মহিলা সংগঠনের অগণিত সদস্য-সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন।
২৬ জানুয়ারি ৭৩তম সাধারণতন্ত্র দিবসে জলপাইগুড়ি কদমতলা মোড়ে জেলা বামফ্রন্টের আহ্বানে ভারতের সংবিধানকে রক্ষা করার শপথ নিয়ে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, দলের নেতা গোবিন্দ রায়, সিপিআই(এম) নেতা কৌশিক ভট্টাচার্য, আরএসপি নেতা পরিতোষ ঘোষ প্রমুখ।
এদিন কোভিড বিধি মেনে মালদহ শহরে দেশের সংবিধান রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে শপথ গ্রহণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি পরিচালনা করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র। উপস্থিত ছিলেন বিশ্বনাথ ঘোষ, গোপাল শিকদার, তরুণ দাস, সর্বানন্দ পান্ডে প্রমুখ নেতৃবৃন্দ। শপথ বাক্য পাঠ করান পার্টির প্রবীণ নেতা বিশ্বনাথ ঘোষ।
রাজ্যের অন্যান্য স্থানেও বামফ্রন্ট ও বিভিন্ন গণ সংগঠনের উদ্যোগে সংবিধান রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার শপথ নিয়ে যথাযথ মর্যাদায় দিনটি উদ্যাপিত হয়।