E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ২৪ সংখ্যা / ২৮ জানুয়ারি, ২০২২ / ১৪ মাঘ, ১৪২৮

পার্টির রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ


নিজস্ব প্রতিনিধিঃ সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য ২৬তম সম্মেলনের লোগো প্রকাশিত হয়েছে। ২১ জানুয়ারি পার্টির রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্যুরো সদস্য বিমান বসু, পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী। আগামী ১৫ থেকে ১৭ মার্চ পার্টির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনের প্রেক্ষাগৃহে। রাজ্য সম্মেলন উপলক্ষে সম্মেলন স্থলের নাম রাখা হচ্ছে কমরেড নিরুপম সেন নগর এবং সম্মেলন মঞ্চের নাম রাখা হবে কমরেড শ্যামল চক্রবর্তী মঞ্চ।

শিল্পী মনীষ দেবের তৈরি লোগোটি প্রকাশ করে সূর্য মিশ্র বলেছেন, কোভিড পরিস্থিতি এবং পৌর নির্বাচনের দিন বিবেচনা করে বেশ কিছু জেলা সম্মেলনের দিন পুনর্নির্ধারিত করা হয়েছে, সেই সঙ্গে কেরালার কান্নুরে ৬ থেকে ১০ এপ্রিল পার্টি কংগ্রেসের দিন বিবেচনা করে পার্টির রাজ্য সম্মেলনের দিন চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, কোভিডবিধি মেনে সম্মেলনের যাবতীয় আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, কান্নুরে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার আগে পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব প্রকাশ করা হবে এবং তা পড়ে যে কেউ সংশোধনী-সংযোজনী পাঠাতে পারবেন। সেগুলি বিবেচনা করে পার্টি কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব চূড়ান্ত হবে। কেবল আমাদের পার্টিতেই এই গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। পার্টি কংগ্রেসের প্রস্তাবে দেশ ও দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতির কথা আলোচিত হবে। তিনি বলেন, আমাদের রাজ্য সম্মেলনে মুখ্যত বিগত সম্মেলনের পরবর্তী চার বছরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী সংগ্রাম ও গণসংগ্রাম সহ সব ধরনের সংগ্রামের পর্যালোচনা করে দিক নির্দেশ করা হবে।

এদিনের অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বিজেপি বিরোধী লড়াইতে তৃণমূলকে কোনো বিশ্বাসযোগ্য শক্তি বলেই গ্রাহ্য করে না সিপিআই(এম)। এরাজ্যে বামগণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সব শক্তিকে ঐক্যবদ্ধ করে তৃণমূল এবং বিজেপি’কে পরাস্ত করার সংগ্রাম চালিয়ে যাবে পার্টি।