E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ২৪ সংখ্যা / ২৮ জানুয়ারি, ২০২২ / ১৪ মাঘ, ১৪২৮

২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বিএসএনএল কর্মচারীদের আলোচনাসভা


নিজস্ব সংবাদদাতাঃ দেশে প্রথম সাধারণ ধর্মঘটের ৪০ বছর পূর্তি, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং বিএসএনএল বাঁচাও, দেশ বাঁচাও - এই আহ্বানে ১৯ জানুয়ারি টেলিভবনের লেডিস ক্লাবে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি এবং বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিএসএনএল’র স্থায়ী ও অস্থায়ী কর্মী এবং পেনশনাররা এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন। এই আলোচনাসভায় বক্তব্য রাখেন টেলিকম কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতা অনন্ত ভট্টাচার্য, শিবনাথ সিনহা, দেবাশিস দত্তগুপ্ত, মিহির দাশগুপ্ত এবং ক্যালকাটা টেলিফোনসের সার্কেল সম্পাদক শঙ্কর কেশর নেপাল। এই সভা পরিচালনা করেন বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সভাপতি শিশির রায়।

আলোচনাসভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৮২ সালের ১৯ জানুয়ারি প্রথম সাধারণ ধর্মঘটে শামিল হয়েছিলেন টেলিকম আন্দোলনের নেতৃবৃন্দসহ শ্রমিক-কর্মচারীরা। ওইদিন বিবাদী বাগ অঞ্চলে টেলিফোন ভবনের সামনে অবস্থান বি‍ক্ষোভ হয়েছিল।

এদিনের এই আলোচনাসভা থেকে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্প বাতিল করা এবং আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শ্রমিক-কর্মচারীদের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে প্রচার আন্দোলন সংগঠিত করার ডাক দেওয়া হয়।