৫৯ বর্ষ ২৪ সংখ্যা / ২৮ জানুয়ারি, ২০২২ / ১৪ মাঘ, ১৪২৮
পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য
নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ২৫ জানুয়ারি রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০২২ সালের পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের নামের তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্যের নাম উল্লেখ করা হয়।
এ বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এদিন রাতেই এক বিবৃতিতে জানিয়ে দেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’
সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
প্রসঙ্গত, এবার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম ছিল বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তবলাশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। তাঁরা দু’জনেই এই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।